ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : করোনার প্রবল দাপটেও আইপিএল চলতে থাকায় সমালোচনার ঝড় বইছিল বেশ কিছু দিন ধরেই। এবার সেই সমালোচনার মাত্রা বেড়ে যাওয়ার বড় কারণ ঘটে গেল এবারের আইপিএলে। কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। এই দুই ক্রিকেটার হলেন স্পিনার বরুণ চক্রবর্তী এবং পেসার সন্দীপ ওয়ারিয়র। দু’জনেই আপাতত নিভৃতবাসে রয়েছেন।
আজ, সোমবার সকাল থেকেই শোনা যাচ্ছিল, কলকাতা নাইট রাইডার্স শিবিরে করোনা পসিটিভ হয়েছে। প্রথমে আইপিএল কমিটি, বোর্ড বা কেকেআর টিমের তরফ থেকে কোনও কিছুই জানানো হয়নি। পরে জানানো হয়,
“ তৃতীয় রাউন্ড পরীক্ষার পর বরুণ এবং সন্দীপ করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি সবারই কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। দু’জনকেই বাকি দলের থেকে আলাদা করে রাখা হয়েছে। বাকি ক্রিকেটারদের শরীরে সংক্রমণ ছড়িয়েছে কি না তা জানতে রোজ পরীক্ষা করা হবে।
এই কারণে সোমবার কেকেআর-আরসিবি ম্যাচ বাতিল করা হয়েছে। তবে কবে সেই ম্যাচ আয়োজন করা হবে তা খুব শীঘ্রই জানানো হবে।
এদিকে, আইপিএলের মাঝপথেই বাংলাদেশ ফিরে যেতে পারেন শাকিবুল হাসান ও মুস্তাফিজুর রহমান। করোনার জেরে বাংলাদেশ সরকার কড়া পদক্ষেপ করছে। বিদেশ থেকে বাংলাদেশে ফিরলেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। মে মাসের শেষ সপ্তাহে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলবে বাংলাদেশ। ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হলে নির্ধারিত সময়ের আগেই ফিরতে হবে শাকিবদের। বাংলাদেশ বোর্ডের তরফ থেকে শাকিবরা কি সিদ্ধান্ত নিচ্ছেন তা জানতে চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, করোনার ভয়ে আগেই চার অজি ক্রিকেটার আইপিএল ছেড়ে দেশে ফিরে গিয়েছেন। এবার প্রতিটা দলে যদি করোনা প্রবেশ করে তাহলে আইপিএল শেষ করা নিয়ে ঘোর অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
অন্যদিকে কেকেআরের পর করোনায় আক্রান্ত হয়েছেন ধোনির দল চেন্নাই কিংস। এই দলের সিইও কাশী বিশ্বনাথন, বোলিং কোচ এল বালাজি এবং একজন বাস কর্মী কোভিড আক্রান্ত হয়েছেন। এখানেই শেষ নয়, মারণ ভাইরাসের হদিশ মিলেছে দিল্লি ক্রিকেট সংস্থার পাঁচ জন গ্রাউন্ড স্টাফের শরীরেও। দিল্লির মাঠেও আয়োজিত হচ্ছে আইপিএলের একাধিক ম্যাচ। একই দিনে দুটি দলের সদস্যদের করোনায় আক্রান্ত হওয়াতে আইপিএল ক্রমশ অনিশ্চয়তার দিকে এগোচ্ছে।