ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : প্রত্যাশা মতোই এবারও কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল মহমেডান স্পোর্টিং ক্লাব। এক ম্যাচ (ইস্টবেঙ্গল) বাকি থাকতেই লিগ খেতাব জিতল সাদা-কালো ব্রিগেড।
![](https://insidesports.in/wp-content/uploads/2022/10/IMG_20221013_181053-18.jpg)
রবিবার সুপার সিক্সের ম্যাচে মুখোমুখি হয়েছিল এরিয়ান ও ভবানীপুর। লিগ খেতাবের লড়াইয়ে টিকে থাকতে হলে রবিবার ভবানীপুরকে জিততেই হত। কিন্তু এদিন এরিয়ানের সঙ্গে ১-১ ড্র করায় আজই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল মহমেডান। রানার্স হল ভবানীপুর ক্লাব। আগামী ১ নভেম্বর কিশোর ভারতী স্টেডিয়ামে সুপার সিক্সের শেষ ম্যাচে মুখোমুখি হবে মহমেডান ও ইস্টবেঙ্গল। কিন্তু ম্যাচটি নিছকই নিয়ম রক্ষার ম্যাচ হয়ে গেল। কারণ, মহমেডান তিন ম্যাচ খেলে ৯ পয়েন্টে দাঁড়িয়ে। আজ ভবানীপুর জিতলেও মহমেডানকে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে আটকানো সম্ভব হত না। কারণ, ভবানীপুর পয়েন্টে মহমেডানকে ছুঁয়ে ফেললেও গোল পার্থক্য, হেড টু হেড বা গোল খাওয়া-দেওয়া –সব দিক দিয়ে মহমেডান এগিয়ে ছিল। গত ২৮ অক্টোবর খিদিরপুরকে ৩-০ গোলে হারানোর পরই মহমেডান কার্যত কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল। তবে আজ ভবানীপুর বড় ব্যবধানে জিতলে এবং ১ নভেম্বর ইস্টবেঙ্গলের কাছে মহমেডান বড় ব্যবধানে হারত তবে লিগ খেতাব পাওয়ার অঙ্ক মেলানোর একটা সুযোগ পেত ভবানীপুর। যদিও সেই সম্ভাবনাও ক্ষীণ ছিল।
![](https://insidesports.in/wp-content/uploads/2022/10/IMG_20221030_203704.jpg)
গত বছরের পর এবছরও লিগ খেতাব জিতল মহমেডান। স্বাভাবিক ভাবেই সদস্য-সমর্থকদের মধ্যে খুশির হাওয়া। এদিন সন্ধ্যায় বেশ কিছু সমর্থক ক্লাব তাঁবুতে গিয়ে উৎসবে মাতেন। ক্লাবের বিভিন্ন ফ্যান ক্লাবের সদস্যরা ১ নভেম্বর ইস্টবেঙ্গল ম্যাচে গিয়ে উৎসব করার প্রস্তুতি নিতে শুরু করেছেন। মহমেডান ক্লাব কর্তারাও ফুটবলারদের সংবর্ধনা দেবেন। তবে কবে অনুষ্ঠান করবেন তা এখনও ঠিক হয়নি।
![](https://insidesports.in/wp-content/uploads/2022/10/IMG_20221026_213522-2-1024x1020.jpg)
এদিকে ১ নভেম্বর ইস্টবেঙ্গল-মহমেডান ম্যাচের টিকিট রবিবার থেকে বিক্রি শুরু হয়ে গিয়েছে। টিকিট পাওয়া যাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব, মহামেডান স্পোর্টিং ক্লাব এবং কামালগাজির নেতাজি সুভাষ স্পোর্টস কমপ্লেক্সে। সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে।