ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৮ মে : এএফসি কাপে অংশ নিতে যাওয়ার আগে এটিকে মোহনবাগানের দুই ফুটবলার করোনায় আক্রান্ত। গতকাল (শুক্রবার) করোনা টেস্ট করা হয়েছিল এটিকে মোহনবাগানের ফুটবলারদের। শনিবার বিকেলে রিপোর্টে দেখা যায় প্রবীর দাস ও সেখ সাহিলের করোনা পজিটিভ এসেছে। এই দুই ফুটবলার ছাড়াও দলের এক সাপোর্ট স্টাফও করোনায় আক্রান্ত হয়েছেন বলে মোহনবাগান ক্লাব সূত্রের খবর।
দলের ফুটবলার করোনায় আক্রান্ত হওয়ার ফলে এএফসি কাপ খেলতে যাওয়ার ক্ষেত্রে বড় সমস্যায় পড়ে গিয়েছেন এটিকে মোহনবাগান কর্তারা। আগামী ১০ মে এএফসি কাপে অংশ নেওয়ার জন্য এটিকে মোহনবাগানের মালদ্বীপ যাওয়ার কথা। যদিও এই টুর্নামেন্টে দলের বিদেশি ফুটবলারদের সবাইকে পাচ্ছে না বাগান শিবির। আস্ট্রেলিয়ার সব উড়ান বন্ধ। তাই ডেভিড উইলিয়ামকে পাওয়া যাবে না। ফিজিতে লকডাউন উঠে যাওয়ায় রয় কৃষ্ণাকে পাওয়া যাবে। কোচ আন্তনিও হাবাস মালদ্বীপ পৌঁছতে পারবেন কিনা বলা যাচ্ছে না। সব মিলিয়ে এএফসি কাপে খেলতে যাওয়ার আগে সমস্যায় এটিকে মোহনবাগান।
ইতিমধ্যে এএফসি কাপ খেলতে মালদ্বীপ পৌঁছে গিয়েছে সুনীল ছেত্রীদের বেঙ্গালুরুর ক্লাব। ১১ মে বেঙ্গালুরু এফসি খেলবে মালদ্বীপের স্থানীয় ক্লাব ঈগলস এফসির বিরুদ্ধে। ম্যাচটা জিততে পারলে ১৪ মে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি। এটিকে মোহনবাগানের পরের দুটি ম্যাচ ১৭ মে (মাজিদা এফসি) ও ২০ মে (বসুন্ধরা এফসি)।