ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : সব জল্পনা শেষ। হ্যাঁ,এটিকে মোহনবাগান ছেড়েই দিলেন রয়কৃষ্ণা। শুক্রবার এই ঘটনার সত্যতা স্বীকার করে সোসাল মিডিয়ায় এটিকে মোহনবাগান জানিয়েও দিয়েছে। গত বেশ কিছুদিন ধরেই রয়কৃষ্ণকে নিয়ে বাগানে টালবাহানা চলছিল। শুক্রবার তা সরকারি ভাবে জানিয়ে দেওয়া হল।
এই বারের আইএসএলে মাত্র ছ’টি গোল করেছেন রয়কৃষ্ণা। হ্যামস্ট্রিংয়ে চোটও তাঁকে ভুগিয়েছে। এই বছর নিজের সেরাটা সেইভাবে মেলে ধরতে পারেননি। এএফসি কাপে খেললেও সে ভাবে নজর কাড়তে পারেননি ফিজি ফুটবলার রয়কৃষ্ণা।
এটিকে মোহনবাগান ছেড়ে রয়কৃষ্ণা কোন ক্লাবে সই করবেন? ময়দানের গুঞ্জন, ইস্টবেঙ্গল তাঁকে নাকি প্রস্তাব দিয়েছে। আবার বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে মুম্বই সিটি এফসিও। ২০১৯ সালে সাড়ে চার কোটি টাকার চুক্তিতে এটিকে মোহনবাগানে যোগ দিয়েছিলেন রয়কৃষ্ণা। তাঁর আইএসএলের কেরিয়ারে ৫২ ম্যাচে গোল করেছেন ৩৩টি। শেষ আইএসএল বাদ দিলে বাকি দুই মরসুম এটিকে মোহনবাগানকে কার্যত একাই টেনে নিয়ে গিয়েছিলেন রয়কৃষ্ণা। সদ্য বাবাকে হারিয়েছেন। পাশাপাশি কন্যা সন্তানের বাবাও হয়েছেন। এমনও হতে পারে,রয়কৃষ্ণাকে আর ভারতে খেলতে দেখা নাও যেতে পারে। অস্ট্রেলিয়ার কোনও এক ক্লাবেও সই করতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে রয়কৃষ্ণার পরিবর্ত হিসেবে তারকা ফুটবলার আনার চেষ্টায় এটিকে মোহনবাগান।