◆সাংবাদিক সম্মেলনে দেবাশিস দত্তর সঙ্গে সৌরভ গাঙ্গুলি। মঙ্গলবার মোহনবাগান ক্লাবে◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ফুটবলে নিজের পুরনো পদে ফিরলেন সৌরভ গাঙ্গুলি। হ্যাঁ, তিনি ফের এটিকে মোহনবাগানের ডিরেক্টর পদে ফিরছেন। আজ,মঙ্গলবার মোহনবাগান ক্লাব তাঁবুতে এসে ফিরে আসার কথা নিজেই ঘোষণা করলেন সৌরভ।
এদিন ক্লাবে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ও ফুটবল সচিব স্বপন ব্যানার্জিদের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রাক্তন অধিনায়ক। বৈঠকের শেষে সৌরভ সাংবাদিকদের জানান,তিনি আগের মতোই এটিকে মোহনবাগানের ডিরেক্টর পদে ফিরছন। প্রসঙ্গত উল্লেখ্য,বিসিসিআই সভাপতি হওয়ার পর এটিকে মোহনবাগানের ডিরেক্টর পদ থেকে সরে আসতে হয়েছিল। এখন সৌরভ বোর্ড বা সিএবি – কোনওটাতে কোনও পদে নেই তাই এটিকে মোহনবাগানের ডিরেক্টর পদে থাকতে তাঁর কোনও সমস্যা নেই।
“মোহনবাগানের সঙ্গে যখন এটিকের মার্জ হয়েছিল তখন আমারও একটা ভূমিকা ছিল। আবার আমি ডিরেক্টর পদেই ফিরছি।” বলছিলেন সৌরভ। প্রশ্ন করা হয়, রিমুভ এটিকে নিয়ে সমর্থকদের যে দাবি করছে, এবার কি এটিকে সরবে? উত্তরে সৌরভ তখন জানান,”এই বিষয়টা দেবাশিসদাই দেখুক। উনিই সমাধান করুন। সিএবি নির্বাচনে আমি শেষ মুহুর্তে না দাঁড়ালেও আমাদের প্যানেলকে দেবাশিসদা,বাবুন সমর্থন করেছেন। তার জন্য ধন্যবাদ জানাই।” ওই সময় মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ইস্টবেঙ্গলের নাম না নিয়ে টিপ্পনি কেটে বলতে থাকেন,”আমরা প্রথম থেকেই সৌরভদের সমর্থন করেছি। অন্য ক্লাবের মতো দুপুরে মিটিং করিনি।”
পরে সৌরভ বলেন, “আমি শুরু থেকেই আইএসএলের সঙ্গে যুক্ত। আগে এটিকে ছিলো আর এখন এটিকে মোহনবাগান হয়েছে। হাবাসের সময় সল্টলেক যেতাম। এবারও খেলা দেখতে মাঠে যাব। ২৯ তারিখ মাঠে যাবো ডার্বি দেখতে।”
এদিন বাগান কোচের সঙ্গে পরিচয় করেন। দলের অনুশীলনও দেখলেন। বাগানের তাঁবু নবরুপে সংস্করণের জন্য খুব ভাল লেগেছে সৌরভের। “মাঠটা ইন্টারন্যাশানাল স্ট্যান্ডার্ডের করেছে নতুন ফ্লাড লাইট লাগিয়েছে দেখলাম। ক্লাবটাও খুব ভাল সাজানো হয়েছে।” বলছিলেন সৌরভ।
বহুদিন পর মোহনবাগান ক্লাবে এসে একটু নস্টালজিক হয়ে পড়েছিলেন সৌরভ। তিনি বলছিলেন,”এই ক্লাবে অনেক স্মৃতি জড়িয়ে আছে। ৯ বছর খেলেছি এই ক্লাবের হয়। আমি অরুণ লাল,পলাশ নন্দী – সব একটা গ্রুপ ছিল। এক মরসুমে ৫ টা ট্রফি জিতেছিলাম। ক্রিকেট খেললেও ফুটবল দেখতে আসতাম। একটা মালি ছিল নামটা মনে নেই, জানি না আছে কিনা কেটলি নিয়ে চা নিয়ে আসতেন। টুটুদাই আমাকে মোহনবাগানে নিয়ে এসেছিলেন।”