ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, কলকাতা : আইএসএলের ম্যাচ খেলতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তার আগেই বৃহস্পতিবার, এটিকে মোহনবাগানের জার্সি (হোম আর অ্যাওয়ে) প্রকাশ করা হয়ে গেল।
না। জার্সিতে কোনও তিন তারার স্থান নেই। সৌরভের সেই বহু বিতর্কিত বিজ্ঞাপন ও জার্সিতে তিন তারা রাখা নিয়ে মোহনবাগান সদস্য-সমর্থকরা প্রতিবাদে গর্জে উঠেছিলেন। এভাবে চললে বিদ্রোহে পরিণত হবে। সঞ্জীব গোয়েঙ্কাকে বোঝাতে পেরেছিলেন দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বসু। তাই মোহনবাগান সদস্য-সমর্থকদের আবেগকে সম্মান জানিয়ে সৌরভের বিজ্ঞাপন এডিট করা হয়েছে। আর জার্সিতে তিন তারা তুলে স্থান পেয়েছে “চ্যাম্পিয়ন”।
জার্সিতে স্থান (বুকে) পেয়েছে এটিকে মোহনবাগানের মুখ্য স্পনসর SBOTOP – এর নাম। এছাড়াও অ্যাসোসিয়েট স্পনসরের নাম SRMB TMT ও MP BIRLA CEMENT -এর নাম রাখা হয়েছে।