ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন. ১১ ডিসেম্বর : এগিয়ে থেকেও ড্র করে মাঠ ছাড়তে হল এটিকে মোহনবাগানকে। শুক্রবার আইএসএলে এটিকে মোহনবাগান ও হায়দরাবাদ এফসি ম্যাচ ১-১ গোলে শেষ হয়। এটিকে মোহনবাগানের হয়ে গোল করেন মনবীর সিং। হায়দরাবাদের হয়ে পেনাল্টি থেকে গোল করেন জোয়াও ভিক্টর। ম্যাচের সেরা হায়দরাবাদের লিস্টন কোলাসো ।
ম্যাচের শুরু থেকেই বাগানের ফুটবলাররা ছিলেন আক্রমণাত্মক। রয় কৃষ্ণা, মনবীর সিংরা আক্রমণ করে গিয়েছেন। কিন্তু সোদপুরের ছেলে সুব্রত পাল তিন কাঠির নিচে দাঁড়িয়ে একাই যেন আগলে রেখেছিলেন হায়দরাদকে। অসাধারণ কিছু সেভ করলেন।
চোটের জন্য ডিফেন্ডার তিরিকে মাঠের বাইরে রাখতে হয়েছে। স্ট্রাইকার ডেভিড উইলিয়ামস চোট সারিয়েও সম্পূর্ণ সুস্থ বলা যাবে না। আর সেই কারণেই রয় কৃষ্ণের সঙ্গে মনবীর সিংকে জুড়ে দিয়েছিলেন কোচ হাবাস। স্যানটানা না থাকায় হায়দরাবাদের ফুটবল ছিল ছন্দহীন। প্রথমার্ধে এটিকে-মোহনবাগানের যাবতীয় আক্রমণ রুখে দিলেও তা থেকে দ্রুত প্রতিআক্রমণে প্রতিপক্ষ রক্ষণ ভাঙতে তারাও ব্যর্থ । লিস্টন কোলাসো ম্যাচের সেরা হলেও তিনি বেশ কয়েকবার সুবিধাজনক জায়গায় বল পেয়েও তা থেকে গোল করতে পারেননি।
ম্যাচের বয়েস তখন ৫৪ মিনিট। হীতেশ শর্মার পা থেকে বল কেড়ে নিয়ে চারজনকে টপকে বিশ্বমানের গোল করে এটিকে মোহনবাগানকে এগিয়ে দিয়েছিলেন মনবীর সিং। ডার্বির পর তাঁর গোল। কিন্তু গোল যেমন করলেন, তেমনি নিজের দলকে গোলও খাওয়ালেন। ম্যাচের প্রথম গোলের ১১ মিনিট পর নিজেদের বক্সে নিখিল পূজারিকে ফাউল করে হায়দরাবাদকে পেনাল্টি উপহার দেন মনবীর। পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরাতে ভুল করেননি জোয়াও ভিক্টর। মনবীর মুহূর্তের মধ্যে নায়ক থেকে হয়ে গেলেন খলনায়ক। মাঠ ছাড়তে হল মাথা নিচু করে। আইএসএলে নিজেদের প্রথম তিন ম্যাচে জয় পরের টা জামশেদপুরের বিরুদ্ধে হার এবং শুক্রবার হায়দরাবাদের বিরুদ্ধে এগিয়ে থেকেও ড্র। পাঁচ ম্যাচে দশ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতী স্থানে রইল এটিকে মোহনবাগান।