এখনও জয় অধরা ডালহৌসির, তৃতীয় ডিভিশনে YMSA-র জয়

0

◆ডালহৌসি ও আর্মি রেড ম‍্যাচের একটি মুহূর্ত◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ডালহৌসি অ‍্যাথলেটিক ক্লাবের জয় এখনও অধরা। আজ,বুধবার প্রিমিয়ার ডিভিশনের খেলায় আর্মি রেডের সঙ্গে গোলশূন‍্য ড্র করলেন মৃদুল ব‍্যানার্জির ছেলেরা। এখনও পযর্ন্ত ৪ টি ম‍্যাচ খেলে তিনটি ড্র আর একটি হার। সামনে অন্তত তিনটি ম‍্যাচ জিতে চাপ মুক্ত থাকতে চায়ছে ডালহৌসি।

YMSA এর দুই গোলদাতা বলরাম ও সৌম‍্যজিৎ

এদিকে, এদিন তৃতীয় ডিভিশনের ম‍্যাচে দ্বিতীয় জয় পেয়ে গেল সোনারপুর YMSA ক্লাব। আজ তারা ২-০ গোলে হারাল বার্নপুরকে। একটি করে গোল করেছেন বলরাম রায় ও সৌম‍্যজিৎ তরফদার। আগের ম‍্যাচে জিতলেও আজ অ‍্যালবার্টের কাছে আটকে গেল ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। ম‍্যাচের ফলাফল ১-১। ক‍্যালকাটা জিমখানা ৪-১ গোলে হারাল বেহালা ইয়ুথকে। কাশিপুর সরস্বতী ও ব‍্যাতোর স্পোর্টিং ১-১ গোলে ম‍্যাচ ড্র হয়। গরলগাছা ৩-২ গোলে হারাল সোনালি শিবিরকে।

জয়ের পর বরনগর শিবশঙ্কর ক্লাবের ফুটবলাররা

এদিন চারটি পঞ্চম ডিভিশনের ম‍্যাচ ছিল। বরনগর শিবশঙ্কর ১-০ গোলে হারাল পঞ্জাব স্পোর্টসকে। অরুনোদয় ২-০ গোলে হারাল শ‍্যামবাজার ক্লাবকে। প্রবাসী উৎকল ৩-০ গোলে হারায় ফেডারেশন ক্লাবকে। নিবেদিতা ক্লাব ১-০ গোলে হারাল বালিগঞ্জ ইনস্টিটিউটকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here