চেন্নাইয়ান – ০
এসসি ইস্টবেঙ্গল – ০
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৩ ডিসেম্বর : তিন ম্যাচে দশ গোল হজম করার পাশাপাপাশি ডার্বি ম্যাচে হার, ওড়িশার কাছে ৬ গোল খাওয়া এবং পরপর দুই ম্যাচে হার। অর্থাৎ শুক্রবার হারের হ্যাটট্রিকের ভ্রুকুটি নিয়ে মাঠে নেমেছিল এস সি ইস্টবেঙ্গল। গোটা দল বিপর্যস্ত। সেই অবস্থায় অন্তত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেন দিয়াজের ছেলেরা। অর্থাৎ গোলশূন্য অবস্থায় ম্যাচ শেষ হয়।
ম্যাচের প্রথমার্ধের শুরুতেই আক্রমণে উঠেছিল এসসি ইস্টবেঙ্গল। কিন্তু ম্যাচের বয়স যত বাড়তে থাকে ততোই খেলাটা ধরতে থাকে চেন্নাই। একের পর এক আক্রমণ আছড়ে পড়তে থাকে লাল-হলুদ বক্সে। ইস্টবেঙ্গল প্রাণপনে তা রুখে দেওয়ার চেষ্টা করছিল। এদিন রক্ষন অনেকটাই লড়াই করে গেল। তবে অনবদ্য গোলকিপার শুভম সেন। গোটা ম্যাচে ভরসা দিয়ে গেলেন এই বাঙালি গোলরক্ষক। লাল-হলুদ ব্রিগেডের রক্ষণভাগ লড়াই করে চেন্নাইয়ের আক্রমণ রুখে দিলেও আক্রমণভাগ ব্যর্থ। আক্রমণভাগ একেবারেই আশ্বস্ত করতে পারল না ভক্তদের। ড্যানিয়েল চিমা ব্যর্থ। গোলমুখ খুলতে পারলেন না চিমারা। গোলের সুযোগ নষ্ট করেন ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড পেরোসেভিচও। শেষে ফ্রি-কিক থেকে গোল করতেও ব্যর্থ হয় এসসি ইস্টবেঙ্গল।
এসসি ইস্টবেঙ্গল চার ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকার নয় নম্বরে।