এক যুগ পরে দ্বিতীয় ডিভিশনে উঠল শতাব্দী প্রাচীন ভিক্টোরিয়া

0

◆দ্বিতীয় ডিভিশনে ওঠার পর ভিক্টোরিয়া দল। মঙ্গলবার ময়দানে ◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : দীর্ঘ এক যুগ পর। হ‍্যাঁ,১২ বছর পর কলকাতা লিগের দ্বিতীয় ডিভিশনে উঠল শতাব্দী প্রাচীন ক্লাব ভিক্টোরিয়া স্পোর্টিং। একটা সময় প্রয়াত রঞ্জিত গুপ্তর সময় এই ভিক্টোরিয়া ক্লাব দ্বিতীয় ডিভিশনে খেলেছে। ২০০৮-‘০৯ মরসুমে ভিক্টোরিয়া ক্লাবের দখল নিয়ে রঞ্জিত গুপ্ত ও সমীর দাশগুপ্তর লড়াই পৌঁছে গিয়েছিল আদালতে। সেই বছর মাঠে দল নামানো নিয়ে বিস্তর ঝামেলা হয়। কিন্তু আইএফএ-এর তৎকালীন সচিব উৎপল গাঙ্গুলির সময় ২০০৯-‘১০ মরসুমে ভিক্টোরিয়াকে তৃতীয় ডিভিশনে নামিয়ে দেওয়া হয়। তারপর থেকেই টানা ১২ বছর ধরে কলকাতা লিগের তৃতীয় ডিভিশনে খেলে আসছিল ১২০ বছরের ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। এই ১২ বছরে ক্লাবের সচিব বদলেছে। একে একে প্রয়াত হয়েছেন রঞ্জিত গুপ্ত, সমীর দাশগুপ্ত। পরবর্তীকালে সচিব পদে এসেছিলেন শেখর মুখার্জি ও সমীর সরকার (যুগ্ম)। এখন ভিক্টোরিয়ার বর্তমান সচিব মইনুদ্দিন মুখসুদ।

আজ, মঙ্গলবার, তৃতীয় ডিভিশনের গ্রুপ লিগের শেষ ম‍্যাচে ব‍্যাতোরের সঙ্গে ড্র করলেই দ্বিতীয় ডিভিশনে উঠবে এই পরিস্থিতিতে মাঠে নেমেছিলেন ভিক্টোরিয়ার ফুটবলাররা। কিন্তু ড্র নয়, ব‍্যাতোরকে ১-০ গোলে হারিয়ে গ্রুপে রানার্স হয়ে দ্বিতীয় ডিভিশনে পৌঁছে গেল ভিক্টোরিয়া। একই দিনে গরলগাছাকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ‍্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় ডিভিশনে উঠল সোনারপুর YMSA ক্লাব।

ভিক্টোরিয়া ক্লাবের কর্তা দীপ্তিকল‍্যাণ সেনশর্মা ‘ইনসাইড স্পোর্টস’কে বলছিলেন,”দীর্ঘ এক যুগ পর আমরা দ্বিতীয় ডিভিশনে উঠলাম। বিশ্বাস করুন, এর পুরো কৃতিত্ত্ব দলের ফুটবলারদের। অন‍্য ক্লাব কর্তারা ম‍্যাচ জেতার জন‍্য ফুটবলারদের যে সুখ-স্বচ্ছন্দ দেয়, আমরা তা দিতে পারিনি। দলের ছেলেরা ভালবেসে মন প্রাণ দিয়েই খেলে গিয়েছে। কোচ শোভন, আর সঞ্জীবদলটার পিছনে খুব খেটেছে। আমরা ঠিক করেছি, এই ছেলেদের নিয়েই সামনের বছর দ্বিতীয় ডিভিশনের দল গড়ব। দল গড়ার সময় এরাই আমাদের কাছে প্রথম অগ্রাধিকার পাবে। আর আজ আনন্দের দিনে আমাদের বীরাকে (বীরেশ্বর) খুব মিস করছি। ও আজ বেঁচে থাকলে খুব খুশি হত।”

গোলদাতা ইমরানের সঙ্গে ভিক্টোরিয়া কোচ শোভন দাস

ভিক্টোরিয়ার সাফল‍্যের সঙ্গে আরও এক নতুন কোচের উত্থান ঘটল। শোভন দাস। বারুইপুরের ছেলে। একটা সময় জুনিয়র ইন্ডিয়া খেলেছেন। ইস্টবেঙ্গল,টালিগঞ্জ অগ্রগামী,পিয়ারলেস এবং বাইচুংয়ের ইউনাইটেড সিকিমের হয়েও খেলেছেন শোভন। গড়ের মাঠে তাঁর প্রথম কোচিং শুরু এই ভিক্টোরিয়া ক্লাবের হাত ধরে। পরপর দুই বছর এমন আনকোরা কোচকে দায়িত্ব দিয়ে ঝুঁকি নিয়েছিলেন কর্তারাও।

ভিক্টোরিয়া কোচ শোভন ‘ইনসাইড স্পোর্টস’কে বলছিলেন,”গত বছর ভিক্টোরিয়া ক্লাবের কোচের দায়িত্ব নিয়েছিলাম। সেই অর্থে গড়ের মাঠে প্রথম কোচিং করার সুযোগ করার দিয়েছেন ভিক্টোরিয়ার কর্তারা। গত বছরের পর এই বছরও আমাকে কোচ রেখেছেন। কর্তাদের অনেক ধন‍্যবাদ। দ্বিতীয় ডিভিশনে ভিক্টোরিয়াকে তুলতে পেরে আমিও যেন কোচিং কেরিয়ারে বড় পরীক্ষায় পাস করলাম।” এই সাফল‍্যের পিছনে ভূমিকা আছে ভিক্টোরিয়ার গোলরক্ষক কোচ বাচ্চু ওরফে অনুপ রায়েরও। তিনিও কোচ শোভনের মতো স্বাধীন ভাবে কাজ করে গিয়েছেন। জানালেন ভিক্টোরিয়ার অন‍্যতম কর্তা সমীর গায়েন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here