◆প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করছেন প্রাক্তন অলিম্পিয়ান অশোক কুমার ও প্রাক্তন জিমন্যাস্ট টুম্পা দেবনাথ। সঙ্গে বেনিয়নান ট্রি গ্রুপের কর্ণধার প্রবীর রায় চৌধুরী ◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব এবং স্কাই ব্রিজের যৌথ উদ্যোগে রবিবার রঘুনাথপুরে সংবর্ধিত করা হল বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত তারকাদের। একই মঞ্চ আলোকিত করে রইলেন গৌতম সরকার, অরুণ লাল, অশোক কুমার, বুলা চৌধুরি, দিব্যেন্দু বড়ুয়া, টুম্পা দেবনাথ, জ্যোতির্ময়ী সিকদার, রাহুল ব্যানার্জি, সঞ্জীব চক্রবর্তী, নীলাশ সাহা, আব্দুল মোনায়েমের মতো দিকপাল ক্রীড়বীদরা। ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।
এই বিশেষ অনুষ্ঠানে দুই উদীয়মান ক্রীড়া ব্যক্তিত্ব নীলাশ সাহা এবং মোহর মুখোপাধ্যাকে সংবর্ধিত করা ও তাঁদের হাতে তুলে দেওয়া হয় আর্থিক পুরস্কারও।
হকির জাদুকর ধ্যাঁনচাঁদের ভারত রত্ন না পাওয়ার প্রসঙ্গ উঠল এই অনুষ্ঠানে। ফুরফুরে মেজাজে থাকা বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের প্রাক্তন সদস্য ধ্যানচাঁদপুত্র অশোক কুমার বলেন, “এর বিচার তো মানুষ করবে, আমি করার কে!” প্রাক্তন ফুটবলার গৌতম সরকার বলেন, ‘ বাংলার ফুটবলাররাই ভবিষ্যতে ভারতীয় ফুটবলের মুখ হয়ে উঠবে আবার। নিশ্চিত।’
পদ্মশ্রী বুলা চৌধুরী বলেন, বাংলায় একটা ভালো মানের সাঁতার একাডেমী গড়া হোক।
স্কাই ব্রিজের অন্যতম ডিরেক্টর প্রবীর রায় চৌধুরি অনুষ্ঠানে জানালেন, ভারতের গর্ব এই তারকা ক্রীড়াবীদদের সম্মান জানাতে পেরে তাঁর সংস্থা ।