ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন: স্বস্তির নিশ্বাস বঙ্গ বাস্কেটবল মহলে। করোনা আতঙ্কে গত বছর রাজ্য প্রতিযোগিতা মাঝপথে স্থগিত হয়ে যাওয়ার পর দীর্ঘ এক বছর বল গড়ায়নি রেড রোড সংলগ্ন রাজ্য সংস্থার কোর্টে। এবার করোনা সুরক্ষাবিধির যাবতীয় নিয়ম বিধি মেনে শুরু হয়ে গেলো জুনিয়র বাস্কেটবল লিগ। তবে সর্তকতামূলক ব্যবস্থাপনার দিকে ঢিলেমি দিতে নারাজ রাজ্য বাস্কেটবল সংস্থার পরিচালন সমিতি।
রাজ্য সংস্থার ময়দান টেন্টের রেড রোড মুখী গেটটি বন্ধ রেখে অযাচিত প্রবেশের উপর নিয়ন্ত্রন রাখছে রাজ্য বাস্কেটবল সংস্থার কর্তারা। পাশাপাশি মহমেডান স্পোটিং ক্লাবের দিকের প্রবেশপথের অভিমুখেই থার্মাল স্ত্রিনিং ও স্যানিটাইজিং এর ব্যবস্থা রয়েছে। সকল খেলোয়াড়,কোচ দের ব্যাধ্যতামূলক মাস্ক পড়ার নিদের্শিকাও জারি হয়েছে।
রাজ্য বাস্কেটবল অ্যাসোসিয়েশন পরিচালিত এই প্রতিযোগিতায় বালকদের বিভাগে 19টি ও বালিকাদের বিভাগে 14টি দল অংশগ্রহণ করেছে । হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, বর্ধমান সহ রাজ্যের অন্যান্য জেলার খেলোয়াড়রা অংশ নিচ্ছে প্রতিযোগিতায়।