এক ঝাঁক ফুটবলারদেরকে নিয়েই উত্তর ২৪ পরগনা জেলা লিগের আনুষ্ঠানিক ঘোষণা

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : আগামী অগাষ্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে উত্তর ২৪ পরগনা জেলার ফুটবল লিগ। তার সম্ভাবনার খবর জানিয়েছিল “ইনসাইড স্পোর্টস।” আর বুধবার সোদপুরে এক ঝাঁক প্রাক্তন ভারতীয় ফুটবলারদের নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল। স্বপন সেনগুপ্ত,রঞ্জিত মুখার্জি, মনোরঞ্জন ভট্টাচার্য, সুব্রত পাল, সুমিত মুখার্জিদের নিয়ে লিগ শুরু ঘোষণা করল উত্তর ২৪ পরগনা জেলা ক্রীড়া সংস্থার কর্তারা।

মামলার কারণে খত চার বছর ধরে এই জেলার লিগ বন্ধ ছিল। পরিস্থিতি দেখে সাংসদ পার্থ ভৌমিক এগিয়ে এসে সব মুস্কিল আসান করে এই জেলায় ফুটবলকে ফেরালেন। পাশাপাপাশি দুই প্রাক্তন ফুটবলার রঞ্জিত মুখার্জি ও স্বপন সেনগুপ্ত “রাজা বিস্কুট,কে স্পনসর হিসেবে এনে চমকে দিয়েছেন।

এই উত্তর ২৪ পরগনা জেলা ছিল ভারতীয় ফুটবলের সাপ্লাই লাইন। সেই জেলায় চার বছর ধরে লিগ বন্ধ ভাবাই যায় না।

এই প্রথম এই জেলার লিগে কোনও স্পনসর এলো। সুপার ডিভিশন থেকে শুরু করে ‘এ’ এবং ‘বি’ ডিভিশন মিলিয়ে প্রায় ষাটটি ক্লাব খেলবে এই জেলা লিগে। রাজা বিস্কুটের জিএম সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘ফুটবলের প্রতি আন্তরিক ভালোবাসা থেকেই আমরা এগিয়ে এলাম। এখানে কোনও ব‍্যবসায়িক স্বার্থ নেই।”
বিভিন্ন বিভাগের ট্রফির নাম দেওয়া হয়েছে কিংবদন্তি পিকে বন্দ্যোপাধ্যায়, অমল দত্ত, অচ্যুত বন্দ্যোপাধ্যায়, স্বরাজ ঘোষদের নামে। এই জেলা থেকেই অলিম্পিকে খেলেছিলেন কেষ্ট পাল, নিখিল নন্দী, সনৎ শেঠরা। তাঁদের নামেও থাকছে ট্রফি। সেই সঙ্গে অশোক লাল ব্যানার্জি, পরিমল দে, প্রশান্ত মিত্র, চিন্ময় চট্টোপাধ্যায়, মহম্মদ নাজিরদের সম্মানেও ট্রফির নাম দেওয়া হয়েছে।


মনোরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘এই লিগ চালু করা খুবই প্রয়োজন ছিল। এখান থেকে যদি কয়েক জন ফুটবলারও কলকাতায় খেলার সুযোগ পায়, সেটাই বড় ব্যাপার।’ রঞ্জিত মুখার্জি বলেন, ‘আমরা অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম। এখানে অনেক প্রতিভা আছে। অবশেষে সাংসদ এবং স্পনসরদের পাশে পাওয়ায় কাজটা সহজ হল।’ সুমিত মুখোপাধ্যায় বলে গেলেন, ‘সব রকম দলাদলি, বিতর্ক ভুলে এই লিগকে সফল করতেই হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here