ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : গতবারের চ্যাম্পিয়ন মহমেডান স্পোর্টিং এই মরসুমে প্রায় নতুন দল নিয়ে লিগ খেলতে নামছে। গত মরসুমে দলের সঙ্গে ছিলেন অধিনায়ক তন্ময় ঘোষসহ মাত্র চার থেকে পাঁচজন ফুটবলার। এবার জেলা থেকে ভিন রাজ্য বেশ কিছু ফুটবলারকে সই করানো হয়েছে। আর এই দলে আছে ১১ জন বাঙালি ফুটবলার। কলকাতা লিগের জন্য কোচও নতুন। উগান্ডার হাকিম এসসেনজেন্দো এবার কলকাতা লিগের জন্য মহমেডানের নতুন কোচ। মঙ্গলবার কিশোরভারতী স্টেডিয়ামে মহমেডান স্পোর্টিং ও উয়াড়ী ম্যাচ দিয়ে এবারের কলকাতা লিগ শুরু হচ্ছে।
ক্লাবের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস দলের পারফরম্যান্স সম্পর্কে আশাবাদী বলে মনে করেন। দীপেন্দু বলেন, “আমাদের প্রথম উদ্দেশ্য হল আইএসএলের জন্য সাপ্লাই লাইন তৈরি করা। কলকাতা লিগে যারা ভাল খেলবে তারা আইএসএল দলে সুযোগ পাবে।”
সোমবার দলের অনুশীলনের শেষে সাংবাদিক সম্মেলন করে জার্সি উন্মোচন করেন মহমেডান স্পোর্টিং ক্লাবের সচিব ইসতিয়াক আহমেদ, ওয়ার্কিং প্রেসিডেন্ট কামরুদ্দিন, কোচ হাকিম সহ দলের কিছু ফুটবলার। প্রথম ম্যাচ কিশোর ভারতীতে খেললেও পরের ম্যাচ (১ জুলাই) নিজেদের ঘরের মাঠেই খেলবে। তবে গত বছর লিগের ম্যাচ চলাকালীন মহমেডান ক্লাবের বেশ কিছু দর্শক ফেন্সিং টোপকে মাঠের ভিতরে ঢুকে যায়। ফুটবলার, রেফারিদের নিরাপত্তার কথা ভেবে এই বছর মাঠের ফেন্সিংয়ের উচ্চতা বাড়াতে উদ্যোগী হয়েছেন ক্লাব কর্তারা। অন্তত আরও দুই ফুট ফেন্সিংয়ের উচ্চতা বাড়ানোর জন্য পূর্ত দফতরকে চিঠি পাঠিয়েছেন কর্তারা। ইসতিয়াক আহমেদ এদিন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সদস্য-সমর্থকদের অনুরোধ করেন, “৯০ মিনিটের লড়াইকে খেলোয়াড় সুলভ মনোভাব নিয়েই নিন। খেলায় হারজিৎ থাকেই। মাঠে ঢুকে অযথা পরিবেশ নষ্ট করবেন না।”