ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৯ মে : অনেক টালবাহানার পর অবশেষে এএফসি কাপ আপাতত স্থগিত হয়ে গেল। ফলে স্বস্তি এটিকে মোহনবাগান শিবিরে। সব কিছু ঠিকই ছিল। বেঙ্গালুরু এফসির ফুটবলাররা হঠাৎ বায়োবাবল থেকে বেরিয়ে যেতেই যত সমস্যা। গতকাল বাবো বাবল থেকে বেরিয়ে অন্য জায়গায় ঘুরতে দেখা যায় মালদ্বীপে এএফসি কাপে খেলতে যাওয়া বেঙ্গালুরু এফসির বেশ কিছু ফুটবলারদের। মালদ্বীপ সরকার যে করোনা বিধি রেখেছিল তা নাকি লঙ্ঘন করেছেন বেঙ্গালুরুর ফুটবলাররা। আর তাতেই বেজাই চটেছেন মালদ্বীপের ক্রীড়ামন্ত্রী। তিনি বিরক্তি প্রকাশ করে টুইটও করেন। সেই সঙ্গে বেঙ্গালুরুকে মালদ্বীপ ছেড়ে ভারতে ফিরতে বলা হয়। এমন পরিস্থিতিতে মালদ্বীপ সরকার এই মূহুর্তে এএফসি কাপের গ্রুপ পর্যায়ের ম্যাচ করতে নারাজ। তারা এএফসিকে পুরো ঘটনা উল্লেখ করে সবিস্তারে জানায়। এএফসিও ঝুঁকি না নিয়ে ম্যাচ না করার সিদ্ধান্ত জানিয়ে দেয়।
আগামীকাল (সোমবার) এএফসি কাপ খেলতে মালদ্বীপ যাওয়ার কথা ছিল এটিকে মোহনবাগানের। করোনার কারণে অনেক দেশে লকডাউন চলছে। তাই দলের সব বিদেশি ফুটবলারদের পাওয়া যেত না। তার উপর গতকাল সন্ধ্যায় ফুটবলার প্রবীর দাস ও সেখ সাহিল সহ তিন জন করোনা আক্রান্ত। ক্লাব কর্তারা ফেডারেশনের মাধ্যমে এএফসিকে অনুরোধ করেছিলেন টুর্নামেন্টটা পিছিয়ে দেওয়ার জন্য। অবশেষে টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায় বাগানে স্বস্তির হাওয়া।