কুয়ালালামপুর সিটি–৩
(পাওলো, ফাকরুল, রোমেল)
মোহনবাগান–১
(ফারদিন)
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : সমস্যা সেই গোল না করতে না পারা। আক্রমণে উঠছে কিন্তু গোলটাই হচ্ছে না। গোটা ম্যাচে বল পজিশন এটিকে মোহনবাগানের অথচ গতির বিরুদ্ধে সুযোগ কাজে লাগিয়ে তিন-তিনটি দর্শনীয় গোল করে এএফসি কাপ থেকে এটিকে মোহনবাগানকে ছিটকে দিল কুয়ালালামপুর সিটি। বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে কুয়ালালামপুর সিটির বিরুদ্ধে খেলতে নেমে ১-৩ গোলে হেরে এএফসি কাপ থেকে বিদায় নিল এটিকে মোহনবাগান।
ম্যাচের শুরু থেকেই মোহনবাগান ছিল আক্রমণাত্মক। বিপক্ষের গোল মুখে আক্রমণ সাজিয়ে যাচ্ছে ঠিকই কিন্তু ফেরান্দোর ছেলেরা গোলটাই করতে পারছে না। দলে একটা রয়কৃষ্ণার খুব প্রয়োজন। এই ভাবে চলতে থাকলে আইএসএলে মোহনবাগানের দূঃখ আছে।
ম্যাচের ৬০ মিনিটের মাথায় গতির বিরুদ্ধে গোল করেন পাউলো জোসু। দূরপাল্লার শটে গোল করেন জোসু। বাগান কোচ সেই সময় ব্রেন্ডন হামিলকে তুলে নিয়ে মাঠে নামান ফার্দিন আলি মোল্লাকে। বাগানের হয়ে একমাত্র গোলটি করে সমতায় ফেরান ফারদিন। ৯০ মিনিটের মাথায় গোল শোধ করেছিলেন ফারদিন। ৯২ মিনিটের মাথায় জোসুর ক্রস থেকে হেডে গোল করলেন মুহাম্মদ ফাকরুল। ৯৫ মিনিটের ফ্লোরেনতিন পোগবার ভুলে বল পেয়ে যান কুয়ালালামপুর সিটির রোমেল মোরালেস। তিনি গোল করতে ভুল করেননি।