ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, ২৭ জুলাই : এএফসি কাপকে পাখির চোখ করে অবশেষে অনুশীলনে নেমে পড়ল এটিকে মোহনবাগান। মঙ্গলবার সল্টলেক স্টেডিয়াম সংলগ্ন মাঠে ফ্লাড লাইটে মরসুমের প্রথম অনুশীলন শুরু করে দিলেন স্পেনের কোচ আন্তেনিও লোপেজ হাবাস। তবে এই অনুশীলন ক্লোজ ডোর ছিল।
এএফসি কাপের প্রস্তুতির জন্য এ দিন প্রায় দেড় ঘণ্টা অনুশীলন করলেন জনি কাউকো, মনবীর সিংহ, প্রীতম কোটালরা। হুগো বৌমাস শহর কলকাতায় পৌঁছে গিয়েছেন। তবে দীর্ঘ বিমান যাত্রায় তিনি ক্লান্ত। তাই এ দিন তিনি মাঠে না নেমে বিশ্রামে ছিলেন। কোচের নির্দেশ মেনে বুধবার মাঠে নামবেন তিনি। প্রথম দিনের অনুশীলনে বিদেশিদের মধ্যে শুধু ছিলেন ফিনল্যান্ডের হয়ে ইউরো কাপ খেলা মিডফিল্ডার কাউকো।
কোচ হাবাস দলকে তিন ভাগে অনুশীলন করিয়েছেন। প্রথমে গোলরক্ষক অমরেন্দ্র সিংহ, অরিন্দম ভট্টাচার্যদের নিয়ে অনুশীলন হয়। পরে দলের বাকিরা শারীরিক সক্ষমতা বাড়ানোর উপর জোর দেন। এদিন কোচ হাবাস কোনও মন্তব্য করতে চাননি। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ১৮ আগস্ট থেকে এএফসি কাপে এটিকে মোহনবাগান খেলবে।