এএফসি কাপঃ ব্লু স্টারকে ৫ গোলে হারাল এটিকে মোহনবাগান

0

◆ এটিকে মোহনবাগান: ৫ (কাউকো-২, মনবীর-২, উইলিয়ামস-১)
◆ ব্লু স্টার এসসি: ০

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১২ এপ্রিল : বড় জয় দিয়ে এএফসি কাপ অভিযান শুরু করল এটিকে মোহনবাগান। মঙ্গলবার,যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের ম‍্যাচে শ্রীলঙ্কার দুর্বল ব্লু স্টারকে ৫-০ গোলে হারাল এটিকে মোহনবাগান। কাউকো ও মনবীর দুটি করে এবং উইলিয়ামস একটি গোল করেন। এএফসি কাপে এটিকে মোহনবাগানের পরবর্তী ম‍্যাচ ১৯ এপ্রিল। প্রতিপক্ষ ঢাকা আবাহনী।

রয়কৃষ্ণা ও সন্দেশকে ছাড়াই দল মাঠে নামিয়ে ছিলেন এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো। কিন্তু প্রতিপক্ষ দল ব্লু স্টার কোনও প্রতিরোধই গড়তে পারল না। এদিন ম‍্যাচের শুরু থেকেই প্রাধান‍্য নিয়ে খেলে গিয়েছে ফেরান্দোর ছেলেরা। মাঝে মাঝে প্রতি আক্রমণে উঠে সবুজ-মেরুন শিবিরকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে গিয়েছেন ব্লু স্টারের ফুটবলাররা। তবে তাদের খেলায় ধারাবাহিকতার অভাব।

ম‍্যাচের ২৪ মিনিটে প্রথম গোল আসে জনি কাউকোর পা থেকে।
বুমোস জোড়ালো শট আটকে দেন ব্লু স্টার ডিফেন্ডাররা। ফিরতি বল বুক দিয়ে নামিয়ে শট করেছিলেন মনবীর। সেই শটও পরতিপক্ষ ফুটবলারের কাছে প্রতিহত হয়ে বল ফিরে আসে কাউকোর কাছে। ঠান্ডা মাথায় গোল করতে ভুল করেননি কাউকো।

প্রথম গোলের পাঁচ মিনিটের মধ‍্যে হেডে দুরন্ত গোল করেন মনবীর। প্রথমার্ধের ৩৯ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন কাউকো। পেনাল্টি থেকে গোল করেন কাউকো। দ্বিতীয়ার্ধেও আক্রমণে উঠলেও ঘুরে দাঁড়াতে পারেনি ব্লু স্টার। উলটে আরও দু’টি গোল হজম করতে হয় তাদের। ৭৭ মিনিটে ডেভিড উইলিয়ামস ও ৮৯ মিনিটে মনবীর গোল করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here