ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ঋদ্ধিমান সাহার শেষ রনজি ম্যাচের শেষ দিনে CAB এর কোনও কর্তা মাঠেই ছিলেন না। আর তাই নিয়েই বিতর্ক শুরু হয়েছে। কাঠগড়ায় CAB কর্তারা। সেই বিতর্কে আপাতত জল ঢেলেছেন CAB সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “এটা নিয়ে জটিল ভাবে দেখার কিছু নেই। আমরা মনোজ তিওয়ারিকেও ম্যাচের পরেই সংবর্ধনা দিয়েছিলাম। ঋদ্ধিকেও দেওয়া হবে। আমরা একটু সময় নিচ্ছি। ঋদ্ধিরও সময় দেখতে হবে। ঋদ্ধির মতো ক্রিকেটারকে সংবর্ধনা দিতে গেলে সঠিকভাবে সংবর্ধনা দিতে আমরা তৈরি হচ্ছি। হয়তো আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা ঋদ্ধিকে সংবর্ধনা দিতে পারব। CAB যখন সংবর্ধনা দেবে সেটা তখন দেখতেই পাবেন। এই ব্যাপারে আমাদের বড় পরিকল্পনা আছে।
ঋদ্ধির নামে কি ইডেনে স্ট্যান্ড হতে পারে? জবাবে স্নেহাশিস গাঙ্গুলি জানান,”আমরা সবে দুটি স্ট্যান্ডের নামকরণ করেছি। সেনাবাহিনীর অনুমতির প্রয়োজন। ঋদ্ধির নামে ইডেনে স্ট্যান্ড তো হবেই। আমি CAB সভাপতি থাকি আর না থাকি পরের সভাপতি যিনি হবেন তাঁর দায়িত্বের মধ্যে পড়বে।”