ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৪ মে : করোনার দাপটে জেরবার আইপিএল। গতকাল কলকাতা নাইট রাইডার্সের বরুন চক্রবর্তী, সন্দীপ ওয়ারিয়ার, তার পরে ধোনির দলের বোলিং কোচ বালাজি, সিইওর করোনা পসিটিভ হয়েছিল। আর আজ, মঙ্গলবার ঋদ্ধিমান সাহা ও অমিত মিশ্র করোনায় আক্রান্ত হয়েছেন। এমন ঘটনার পরেই আপাতত এবারের আইপিএল বন্ধ রাখা হল। আবার কবে শুরু হবে তার দিন বলতে পারেননি বোর্ড কর্তারা।
গত সপ্তাহে “ইনসাইড স্পোর্টস” প্রকাশ করেছিল যে, আইপিএল বন্ধ করার ক্ষেত্রে কেন্দ্র সরকারের সংকেতের অপেক্ষায় বোর্ড। আজ সেটাই হয়েছে। টিকা সুষ্ঠুভাবে সরবরাহ করতে না পারার জন্য কেন্দ্র সরকার দেশেই সমালোচিত। ক্রমশ চাপ তৈরি হচ্ছে। এর উপর আইইপিএলে একাধিক দলে করোনা সংক্রমণ ছড়াচ্ছে। চাপ তৈরি হচ্ছিল বোর্ডের উপরও। জানা যায়, আইপিএল বন্ধ করার ঘোষণা করার আগে বোর্ডের আধিকারিকরা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে এক প্রস্থ কথাও বলে নেন। তারপরেই আজ দুপুরে আইপিএল বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
সংবাদ সংস্থা এএনআই-কে রাজীব শুক্ল বলেছেন, ” আমরা সবার সঙ্গেই কথা বলেছি, পরামর্শ নিয়েছি। এই অবস্থায় খেলা চালিয়ে গেলে সমসা হবে। তাই এ বারের মতো বাতিল করা হচ্ছে আইপিএল।”
আইপিএল-এর চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলও সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ‘অনির্দিষ্ট কালের জন্য আইপিএল বন্ধ রাখা হল। আমরা তাড়াতাড়িই চেষ্টা করব, যদি প্রতিযোগিতা আবার শুরু করা যায়।”তবে ব্রিজেস প্যাটেল ইঙ্গিত দ
করেছেন যে, এই মাসের মধ্যে আইপিএল হওয়ার সম্ভাবনা খুবই কম।’
একাধিক ভারতীয় এবং বিদেশি ক্রিকেটার আইপিএল খেলতে রাজি নন বলে জানা গিয়েছে। কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ক্যাপিটালস দলের ক্রিকেটার এবং সদস্যরা করোনা আক্রান্ত হন। মঙ্গলবার জানা গিয়েছে ঋদ্ধিমান সাহা এবং অমিত মিশ্র করোনা আক্রান্ত হয়েছেন। চেন্নাই দল ইতিমধ্যেই ৬ দিনের জন্য কঠোর নিভৃতবাসে রয়েছে। সুত্রের খবর, এই মুহূর্তে আইপিএল-এর ৬টি দল কঠোর নিভৃতবাসে রয়েছে।
ঋদ্ধির জ্বর ছিল গত চারদিন ধরে। সোমবার রাতে করোনা পরীক্ষা হয় তাঁর। তার ফল পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে নিভৃতবাসে পাঠানো হয় তাঁকে। হায়দরাবাদ দলকে কঠোর নিভৃতবাসে পাঠানো হয়।
এখন প্রশ্ন উঠছে, বাইওবাবলের ব্যবস্থা থাকতেও কি করে করোনায় আক্রান্ত হচ্ছেন ক্রিকেটাররা? তবে কি বাইওবাবলে খুঁত আছে? ইতিমধ্যে আইপিএল থেকে সরে গিয়ে দেশে ফিরে গিয়েছেন তিন অজি ক্রিকেটার। তাঁদের মধ্যে অ্যাডাম জাম্পা আইপিএলের বাইওবাবল অত্যন্ত দুর্বল বলে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তাঁর মন্তব্যই যে সত্যি প্রমাণ হচ্ছে তার বড় উদাহরণ ক্রিকেটার বরুন, সন্দীপ, ঋদ্ধি, অমিতরা।