উদ্বোধনে মমতা, কিশোর ভারতীতে খেলা শুরু

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, কলকাতা,৮ ফেব্রুয়ারি : কয়েক বছর আগে বাংলার ক্রীড়া জগতে সন্তোষপুরের কিশোর ভারতী স্টেডিয়াম ছিল আগাছায় ভর্তি। আর এখন ‘খুব সুরত দুলহান।’ বলা হচ্ছে কলকাতার ‘মিনি যুবভারতী’। আইলিগের চার্চিল ব্রাদার্স ও রিয়েল কাশ্মীর ম‍্যাচ দিয়ে নতুন করে খেলা শুরু হল এই কিশোর ভারতী স্টেডিয়ামে।

সোমবার ম‍্যাচের চার ঘন্টা আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ‍্য সরকারের ‘খেলাশ্রী’ প্রকল্পের অনুষ্ঠানে ভার্চুয়ালি নতুন করে সেজে ওঠা কিশোর ভারতীর উদ্বোধন করলেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। তবে ম‍্যাচ শুরুর আগে কিশোর ভারতী পৌঁছে গিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন আইএফএ -এর চেয়ারম‍্যান ও এআইএফএফের সহসভাপতি সুব্রত দত্ত। প্রাক্তন ফুটবলার শ‍্যাম থাপা, মানস ভট্টাচার্য, বিদেশ বসু, দেবজিৎ ঘোষ, আইএফএ সচিব জয়দীপ মুখার্জি।
সুব্রত দত্ত বলেন,”এ যেন স্বপ্নের মাঠ। যুবভারতী ক্রীড়াঙ্গনেই শুধু বিশ্বকাপের ম‍্যাচ করা নয়, এবার কিশোর ভারতীও দাবিদার হয়ে উঠল।”

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ১৫ দিন আগেই জানিয়ে দিয়েছিলেন, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই আই লিগের ম‍্যাচ শুরু করা যাবে। কিশোর ভারতীর খুলে যাওয়ায় খুশি বাংলার ক্রীড়াপ্রমিরা।

সংস্করণের পর এই স্টেডিয়াম এখন ঝাঁ চকচকে। নানান কিংবদন্তি ফুটবলারদের ছবি দিয়ে সাজানো। ঠিক যেমনটা যুবভারতীর ভিআইপি গেট দিয়ে প্রবেশের পর দেখা মেলে। মূল মাঠের মান,ফ্লাড লাইট, উন্নতমানের ফুটবলার, রেফারিদের ড্রেসিংরুম, প্রেস বক্স থেকে শুরু করে ভিআইপি বক্স—কোনওটাই সল্টলেক স্টেডিয়ামের চেয়ে কম নয়। স্টেডিয়ামের বাইরের দেওয়ালে নানান কিংবদন্তির ছবি। পাশাপাশি স্টেডিয়ামের দ্বিতীয় তলায় বাংলার ঐতিহ্য (শিল্প, বিভিন্ন উৎসবের ছবি, মা উড়ালপুল, ইডেন গার্ডেন্স, বিশ্ববাংলা গেট, ট্রাম, প্রিন্সেপ ঘাট, যুবভারতী–সহ দার্জিলিং, ঘুম স্টেশনের ছবি, বাংলার ছৌ–নাচ, তাঁত শিল্প, মৃৎশিল্প, শান্তিনিকেতনের দোল উৎসবের ছবি)। আই লিগ কেন, অদূর ভবিষ্যতে আইএসএলের ম্যাচও হতে পারে অনায়াসে। সেক্ষেত্র যুবভারতীর চাপ কমে যাবে।
কিশোরভারতীকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করে তোলার ক্ষেত্রে রাজ‍্য সরকারের প্রশংসা প্রাপ‍‍্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here