উঃদিনাজপুরে লিগ অনিশ্চিত? টাউন ক্লাবের উদ‍্যোগে রায়গঞ্জে নয়া লিগ শুরু

0

◆রায়গঞ্জ সুপার লিগের সূচনায় জেলার প্রাক্তন ফুটবলার তুষার (মনি) রায়ের সঙ্গে টাউন ক্লাবের সচিব অরিজিৎ ঘোষ। রায়গঞ্জের টাউন মাঠে◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : গত কয়েক বছর ধরে উত্তর ২৪ পরগনা জেলায় ফুটবল লিগ হয় না। কারণ দুটি ক্লাব জেলা সংস্থার কিছু সিদ্ধান্তকে চ‍্যালেঞ্জ করে আদালতে গিয়েছে। এবার নতুন কমিটি গঠন নিয়েও আদালতে মামলা হওয়ার ফলে উত্তর২৪ পরগনা জেলা ক্রীড়া সংস্থা কার্যত অচলাবস্থা। সচিব সহ অন‍্য পদে কে বসবেন সেটাই ‘ঘেঁটে ঘ।’ এই জেলা একটা সময় বাংলা তথা ভারতীয় ফুটবলের সাপ্লাই লাইন ছিল। এখন সেই জেলাতে লিগই হয় না। ভাবা যায় না।

একই পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর দিনাজপুর জেলাতেও। এই জেলার ক্রীড়া সংস্থাও মামলা- মকদ্দমার ফলে সেখানেও ‘ঘেঁটে ঘ।’ গত কয়েক মাস আগে উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার নানান অনিয়মের কারণে কমিটি ভেঙে দিয়েছিলেন সেই জেলার জেলা শাসক। গঠন করে দিয়েছিলেন নতুন অ‍্যাডহক কমিটি। কিন্তু জেলা শাসকের সেই সিদ্ধান্তকে চ‍্যালেঞ্জ করে আদালতে গিয়েছিলেন ক্রীড়া সংস্থার সচিব। আদালত জানিয়ে দিয়েছিল জেলা শাসকের কমিটি ভেঙ্গে দেওয়ার এক্তিয়ার নেই। পরে সেই সচিব সুদীপ বিশ্বাসের বিরুদ্ধে নানান অভিযোগ করে ডিভিশন বেঞ্চে মামলা করে বসেন রায়গঞ্জের এক কর্তা।

শুধু ডিএসএ নয়, এই জেলার ইসলামপুর সাব ডিভিশনেও একই অবস্থা। ইসলামপুরে একটা সময় বড় আকারে ফুটবল লিগ হত। এখন কোনও রকমে ৮ টি দল নিয়ে লিগ হয়। ইসলামপুর সাব ডিভিশন স্পোর্টস অ‍্যাসোসিয়েশন কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু নতুন কমিটি করা হয়নি। কবে নতুন কমিটি হবে বলতে পারছে না কেউ। এই ইসলামপুরে তৈরি হয়েছে নতুন স্টেডিয়াম। কিন্তু লিগ কবে শুরু হবে? নামপ্রকাশে অনিচ্ছুক ইসলামপুরের এক ক্লাব কর্তা ও কমিটির সদস‍্য বলছিলেন,”আমাদের সংস্থার চিফ পেট্রন হলেন পুরসভার চেয়ারম‍্যান কানাইলাল আগরওয়াল। তিনি এখন পঞ্চায়েত নির্বাচন নিয়ে ব‍্যস্ত। তিনিও ফুটবল লিগ শুরু করতে উদ‍্যোগ নিয়েছেন। আশা করা যায় পঞ্চায়েত নির্বাচনের পর আমাদের সংস্থার পরিস্থিতি স্বাভাবিক হবে।”

ইসলামপুরের নতুন স্টেডিয়াম (ইনসার্টে) ইসলামপুর সাব ডিভিশন স্পোর্টস অ‍্যাসোসিয়েশনের চিফ পেট্রন কানাইহা লাল আগরওয়াল

চেয়ার দখলের লড়াইয়ের ফলে ক্ষতি হচ্ছে এই দুই জেলার (উত্তর ২৪ পরগনা ও উত্তর দিনাজপুর) ফুটবল। এই প্রতিবেদন লেখা পযর্ন্ত যা খবর, তা হল, উত্তর দিনাজপুর জেলার সিনিয়র ফুটবল লিগ কবে শুরু হবে এখনও স্পষ্ট নয়। তবে এই জেলা ক্রীড়া সংস্থা আগামী ২৫ জুন থেকে একটা টুর্নামেন্ট করতে চলেছে। নাম দিয়েছে “অনূর্ধ্ব-১৫ ফুটবলার ট‍্যালেন্ট সার্চ প্রতিযোগিতা ২০২৩-‘২৪।’ এখন প্রশ্ন হল, সিনিয়র ফুটবল লিগ কবে শুরু হবে? এই ব‍্যাপারে উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সচিব মিহির দাসের সঙ্গে যোগাযোগ করলে তিনি ‘ইনসাইড স্পোর্টস’-কে বলেন,”ডিএসএ নিয়ে একটা জটিলতা চলছে। তাই এখনও সিনিয়র লিগ শুরু করা যায়নি।” তাহলে অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্ট শুরু করছেন কিভাবে? প্রশ্নের জবাবে মিহিরবাবু তখন বলেন,”বাচ্চাদের নিয়ে টুর্নামেন্ট করা হচ্ছে। সিনিয়রদের এখনও দলবদল শুরুই হয়নি। সেটা হলে সিনিয়র লিগ হবে।” এই যে বললেন, ডিএসএতে জটিলতা আছে তাহলে সিনিয়র লিগ হবে কি করে? এবার বেশ বিরক্ত হয়েই মিহিরবাবু বলে উঠলেন,”আগে দল বদল হোক। দলবদলের প্রক্রিয়া শুরু হয়েছে? তারপর তো লিগ হবে। যখন হবে তখন জানতে পারবেন। আমি এখন ফোন রাখছি।” বলেই ফোনটা কেটে দিলেন ফুটবল সচিব মিহির দাস।

ফুটবলারদের সঙ্গে পরিচয় পর্বে কর্তরা। রায়গঞ্জ সুপার লিগে

এই জেলার সিনিয়র লিগ কবে শুরু হবে তা বোঝা যাচ্ছে না। ঠিক এই জটিল পরিস্থিতি থেকে সিনিয়র ফুটবলাররা যাতে মাঠে নেমে ফুটবল খেলতে পারে তার জন‍্য এগিয়ে এসেছে রায়গঞ্জের প্রাচীন ক্লাব – টাউন ক্লাব। ১৯ জুন থেকে দশটা ক্লাব দল নিয়ে “রায়গঞ্জ সুপার লিগ” শুরু হয়েছে। এই লিগ চলবে এক মাস। এই লিগ পরিচালনা করছে টাউন ক্লাব। অংশগ্রহণকারী প্রতিটি ক্লাবের একজন করে কর্তাদের নিয়ে তৈরি হয়েছে লিগ কমিটি।
প্রতিটি ম‍্যাচ হচ্ছে টাউন ক্লাবের মাঠেই। মূলত রায়গঞ্জ, কালিয়াগঞ্জ ও ইটাহারের ক্লাব দলগুলি এই লিগে অংশ নিচ্ছে।

রায়গঞ্জ সুপার লিগের একটি মুহূর্ত

এই লিগ ঘিরে রায়গঞ্জ শহরে শুরুতেই সাড়া পড়েছে। এই জেলা ডিএসএ লিগ করে দশটা দল নিয়ে। আর টাউন ক্লাবের নয়া ‘রায়গঞ্জ সুপার লিগ’ও হচ্ছে দশটা দল নিয়ে। এই দশটি দলের মধ‍্যে সাতটি দল জেলা লিগে খেলার সুযোগ হয়নি। কিন্তু যে সব ফুটবলাররা জেলা লিগ খেলে তারাই বিভিন্ন ক্লাবের হয়ে টাউন ক্লাবের “রায়গঞ্জ সুপার লিগ”-এ খেলছেন। তবে এই সুপার লিগ প্রমাণ করছে, রায়গঞ্জ শহরে ফুটবলের উত্তেজনা, চর্চা আগের মতোই আছে। কিন্তু তার প্রসার করার ভাবনা চিন্তা জেলা কর্তাদের কাজে দেখা যায়নি। বরং উল্টে একাধিক ক্লাবকে সাসপেন্ড করে রাখা হয়েছে বলে অভিযোগ। ক্লাব ফুটবল খেলতে চায় অথচ নানান কারণ দেখিয়ে তাদের খেলার সুযোগ দেয়নি জেলা সংস্থার কতিপয় কর্তারা। এমন মারাত্মক অভিযোগ রায়গঞ্জের একাধিক ক্লাবের। খুব শীঘ্রই সেই সব ক্লাব কর্তাদের ও ডিএসএ-এর নানান অনিয়ম তুলে ধরার চেষ্টা করবে ‘ইনসাইড স্পোর্টস।’

টাউন ক্লাবের সচিব অরিজিৎ ঘোষ বলছিলেন,”অনেক সমস‍্যা আছে। আমরা খেলার পক্ষ‍্যে। আমরা সিনিয়র ফুটবলারদের মাঠে ফেরাতেই এলাকার দশটা ক্লাব নিয়ে এই সুপার লিগ শুরু করলাম। আমাদের এই জেলার ফুটবলে একটা উজ্জ্বল ইতিহাস আছে। ঐতিহ্য আছে। ঠিক ভাবে যখন লিগ হয় না তখন খারাপ লাগে। যত বেশি খেলা হবে তত বেশি ফুটবলার উঠে আসবে। এই বিশ্বাস নিয়ে আমরা লিগ করে যাবো। ক্ষমতা দখলের লড়াই নিয়ে যা চলছে তাতে ক্ষতি হচ্ছে ফুটবলের। ফুটবল সহ বাকি খেলাগুলিকে সবার উর্ধে রাখা খুব প্রয়োজন। নিয়মের জন‍্য ফুটবল না হয়ে ফুটবলের জন‍্য নিয়ম তৈরি হোক। আমরা চাই ফুটবলাররা মাঠে আসুক, ফুটবল খেলুক।”

প্রসঙ্গত উল্লেখ্য, এই রায়গঞ্জ শহরের টাউন ক্লাব ক্রীড়া চর্চার দিক দিয়ে সবার উপরে। তাদের নিজস্ব মাঠ,জিম, বিভিন্ন বয়সের ফুটবল কোচিং সেন্টার সব আছে। ভারতের প্রাক্তন ফুটবলার ‘অর্জুন’ দীপক মন্ডলকে নিয়ে কোচিংও শুরু করেছিল। একটা নির্দিষ্ট পরিকল্পনা করে এগোচ্ছে টাউন ক্লাব। কিন্তু সমস‍্যাটা হল জেলার কিছু কর্তার ইগো সমস‍্যা। তাদের ‘আমিত্ব’ই উত্তর দিনাজপুরের খেলাধূলাকে পিছিয়ে দিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here