সংক্ষিপ্ত স্কোর
◆ভবানীপুর ক্লাব ২৮৮/৮ (৫০)
অভিষেক দাস (১০০)
◆মোহনবাগান এসি ২৯৩/৪ (৪৭.৫)
অভিমান্যু ঈশ্বরন (১৬৭ অপরাজিত)
◆মোহনবাগান ৬ উইকেটে জয়ী
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২৭ এপ্রিল : ‘দাদা’র কাছে হার ‘ভাই’-এর। কয়েক মাস আগে জে সি মুখার্জি ট্রফি জিতেছিল ভবানীপুর ক্লাব। এবার সিএবি ওয়ান ডে ক্রিকেটেও দাপটের সঙ্গে খেলে ফাইনালে পৌঁছেছিল আব্দুল মুনায়ামের ছেলেরা। তাদের সামনে ছিল দ্বিমুকুট পাওয়ার সুযোগ। কিন্তু হল না। মঙ্গলবার যাদবপুর উইনিভার্সিটির মাঠে ভবানীপুরকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল মোহনবাগান।

এদিন ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে অসাধারণ ইনিংস খেলেন ভবানীপুরের অভিষেক দাস(১০০)। তিনি দুরন্ত শতরান করলেন। ধারাবাহিক ভাবে খুব ভাল ব্যাট করছেন অভিষেক। পর পর তিনটি শতরান করে ঘরোয়া ক্রিকেটে নজির সৃষ্টি করলেন অভিষেক। তিনি ছাড়াও অগ্নিভ পান ৫৭ ও রমন অর্ধ শতরান করেন। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৮ রান করে ভবানীপুর।

জবাবে ব্যাট করতে নেমে মোহনবাগান শুরু থেকেই ছিল দুরন্ত। মূলত অভিমান্যু ঈশ্বরনের ইনিংসের কাছে হারতে হল ভবানীপুরকে। বিবেক সিং আউট হওয়ার পর হাল ধরেন ঈশ্বরন ও সুদীপ চ্যাটার্জি। পরে সুদীপ আউট হলে অনুষ্টুপ মজুমদার ঈশ্বরনকে যোগ্য সঙ্গ দেন। অনূষ্টুপ করেন ৬২ রান। আর ঈশ্বরন করেন অপরাজিত ১৬৭ রান।
মাত্র ৪ উইকেট হারিয়ে ৪৭.৫ ওভারে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় মোহনবাগান। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ঈশ্বরন।