ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : আসন্ন ক্রিকেট মরসুমের জন্য ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিল। ইস্টবেঙ্গলের ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে যোগ দিয়েছেন আব্দুল মুনায়েম। এবার দলের মেন্টর হিসেবে যুক্ত হলেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য সন্দীপ।
সোমবার কলকাতার এক পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলন করে সন্দীপ পাতিলের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। একই সঙ্গে ইস্টবেঙ্গলের ক্রিকেট দলের স্পনসর হিসেবে যুক্ত হল শ্রাচী গ্রুপ। আগামী তিন বছরের জন্য শ্রাচীর সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি হল।
এদিন, সন্দীপ পাতিলকে ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষের স্মারক ও আজীবন সদস্যপদ তুলে দেওয়া হয়। সন্দীপ জানান, ইস্টবেঙ্গলের ক্রিকেট দলের মেন্টর হিসেবে কাজ করতে তিনি তৈরি। সন্দীপের সঙ্গে ইস্টবেঙ্গলের মহিলা ক্রিকেট দলও তৈরি হবে। সেই দলে বিশেষ ভূমিকা থাকবে ভারতের প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামীর। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি বলেন,”সিএবি এবার মহিলাদের নিয়ে টুর্নামেন্ট করতে চলেছে। সেই সব টুর্নামেন্টে ইস্টবেঙ্গল খেলবে। আর সেই ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হতে পেরে ভাল লাগছে।”
প্রসঙ্গত উল্লেখ্য, ইস্টবেঙ্গলের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। তিনি মহিলাদের ক্রিকেট নিয়ে বলেন,”আমরা এই বছর আটটা ক্লাব দল নিয়ে মহিলা ক্রিকেট টুর্নামেন্ট শুরু করব। আপাতত টি-২০ ও ওয়ান ডে টুর্নামেন্ট করা হবে।”
শ্রাচী গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি জানান,”আগামী দিনে ভারতীয় দল ও আইপিএলে যাতে বেশি করে বাঙালি ক্রিকেটার সুযোগ পায় সেই ব্যাপারে আমাদের নজর দিতে হবে। তার জন্য আমরা ইয়ুথ ডেভেলপমেন্টের উপর জোর দিচ্ছি। জেলাতেও আমাদের নজর থাকবে।”
ইস্টবেঙ্গল ক্লাবের কর্তা দেবব্রত সরকার জানান,”আমাদের ক্লাব ক্রিকেটকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য বহুদিন থেকেই আমাদের ভাবনায় ছিল। শ্রাচী গ্রুপ যে ভাবে এগিয়ে এসেছে তার জন্য ধন্যবাদ।”
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিষেক ডালমিয়া, সম্বরণ ব্যানার্জি,ক্লাব সভাপতি ও সচিব প্রণব দাশগুপ্ত, কল্যাণ মজুমদার। ক্রিকেটের অনুষ্ঠানেও স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছিলেন প্রাক্তন ফুটবলার সুধীর কর্মকার, সমরেশ চৌধুরী,ভাস্কর গাঙ্গুলি, মনোরঞ্জন ভট্টাচার্য,বিকাশ পাঁজি, অলোক মুখার্জি, প্রশান্ত ব্যানার্, তরুণ দে, সুমিত মুখার্জি প্রমুখ।