ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, কলকাতা : ফুটবলারদের বকেয়া না দেওয়া, বকেয়া বিষয় নিয়ে ফিফার চিঠি, এসসি সিমেন্টের সঙ্গে এখনও চৃড়ান্ত চুক্তিপত্রে সই না করা – সব মিলিয়ে বিস্তর ঝামেলার মধ্যে ইস্টবেঙ্গল ক্লাব। তারই মধ্যে সারদা মামলায় ফের ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকারকে নোটিস পাঠাল ইডি। বুধবার (১০ মার্চ)দেবব্রত সরকারকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। সিজিও কমপ্লেক্সে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে।
সারদা মামলায় আগেও একবার দেবব্রতকে ইডি নোটিস পাঠিয়েছিল। এবার আবার তাঁকে নোটিশ পাঠিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির থাকতে বলা হয়েছে। নিতু ওরফে দেবব্রত সরকারের বিরুদ্ধে অভিযোগ, সেবির সঙ্গে তাঁর ভালো সম্পর্কের কথা শুনিয়ে সারদা কর্তা সুদীপ্ত সেনের ঘনিষ্ঠ হয়েছিলেন। ওই সময় সারদার কর্ণধারের কাছে বেশ কয়েক কোটি টাকা নেওয়ার অভিযোগ আছে।
উল্লেখ্য,এর আগেও সারদা চিটফান্ড কাণ্ডে ইডি নোটিস পাঠিয়েছিল তাঁকে। তখন দেবব্রত সরকারকে গ্রেফতার করে সিবিআই। কয়েক মাস তাঁকে জেলেও থাকতে হয়েছিল। পরে জেল থেকে বেরিয়ে এলেও মামলা এখনও চলছে। ফের দেবব্রত সরকারকে সমন পাঠানোয় ইস্টবেঙ্গল ক্লাবে অস্বস্তি চরমে।