◆কোচ সার্জিও লোবেরা◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৪ এপ্রিল : সব কিছু ঠিক থাকলে ইস্টবেঙ্গলের নতুন কোচ হতে চলেছেন স্পেনের সার্জিও লোবেরা। ইস্টবেঙ্গল কর্তাদের মৌখিকভাবে কোচ হিসেবে কাজ করার সম্মতি দিয়ে দিয়েছেন লোবেরা। এবার শুধু সরকারি ভাবে ঘোষণাটাই বাকি। তবে সুপার কাপের পর দলের দায়িত্ব নেবেন বলে ক্লাব সূত্রে জানা যাচ্ছে।
আইএসএলে কোচিং করিয়েছেন লোবেরা। ২০১৭ সালে গোয়ার কোচ হিসাবে আইএসএলে যোগ দিয়েছিলেন। ৩ বছর গোয়াকে কোচিং করিয়েছেন। গোয়াকে সুপার কাপ দিয়েছেন। ২০১৯-২০ সালে প্রথম বার আইএসএলে চালু হয়েছিল লিগ-শিল্ড। আর প্রথম বছরই গোয়াকে সেই খেতাব জিতিয়েছিলেন স্প্যানিস লোবেরা। তবে আইএসএল খেতাব জিততে না পারলেও তাঁর কোচিং দক্ষতা প্রশংসনীয়। গোয়া এফসি ছাড়াও মুম্বই সিটিতেও কোচিং করিয়েছেন। এই মূহুর্তে লোবেরা চীনের সিচুয়ান ক্লাবের কোচ। এবার চীন থেকে ইস্টবেঙ্গলের হাত ধরে ফের ভারতীয় ফুটবলে কোচিং করাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। সব কিছু ঠিক থাকলে পয়লা বৈশাখের আগেই সার্জিও লোবেরার নাম ঘোষণা করে দেবেন ইস্টবেঙ্গল কর্তারা।