ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, কলকাতা : সব বিতর্ক শেষ হয়েছে তিনদিন আগেই। এবার মাঠে নামার পালা ইস্টবেঙ্গলের। সমস্যা মিটতেই শ্রী সিমেন্টের পক্ষ থেকে কোচের নাম ঘোষনা করে দেওয়া হল।
রিভালপুলের কিংবদন্তি স্ট্রাইকার রবি ফাউলারকে ইস্টবেঙ্গলের প্রধান কোচ করা হয়েছে। তিনি নিজের সাপোর্ট স্টাফ নিয়ে আগামী সপ্তাহেই গোয়া পৌঁছে ইস্টবেঙ্গলে যোগ দেবেন। রবি দু দফায় লিভারপুলে খেলেছেন ৯ বছর। ২৬৬ ম্যাচে গোল করেছেন ১২৮টি। ইংল্যান্ডের হয়ে খেলেছেন ২৬টি ম্যাচ। গোল করেছেন ৭ টি।
রবি ফাউলার ছাড়াও সাপোর্ট স্টাফের নামও ঘোষনা করেছে শ্রী সিমেন্ট। সহকারী কোচ অ্যান্টনি গ্রান্ট। গোলকিপার কোচ রবার্ট মিমস। যিনি আইএসএলে জামশেদপুর এফসি ও এটিকেতে কোচিং করে গিয়েছেন। এছাড়াও সেটপিস কোচ হলেন লিভারপুলের টেরেন্স ম্যাকফিলিপস। স্পোর্টস সায়েন্টিস্ট জ্যাক ইনমান, ফিজিও থেরাপিস্ট মাইকেল হার্ডিং। অ্যানালিস্ট হিসেবে নিযুক্ত হয়েছেন জোসেফ ওয়ামসলে। ভারতীয় সহকারী কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন প্রাক্তন অধিনায়ক রেনেডি সিং।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা চার ফুটবলারকে নিয়ে আসছেন কোচ রবিই। উল্লেখ্য, আইএসএলে খেলার জন্য ইপিএলে খেলা ফুটবলারদের সই করাচ্ছে শ্রী সিমেন্ট।
এদিকে, শ্রী সিমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে এবারের আইএসএলে ইস্টবেঙ্গলকে এসসি ইস্টবেঙ্গল নামেই খেলতে দেখা যাবে। এছাড়া লোগো কি হবে তাও আজ বা আগামীকাল সরকারি ভাবে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে শ্রীসিমেন্ট কর্তৃপক্ষ। সম্ভবত দুবাই থেকে খোদ শ্রী সিমেন্টের চেয়ারম্যান হরিমোহন বাঙুর জানাবেন বলে জানা গিয়েছে।