ইস্টবেঙ্গলের নতুন ইনভেস্টর ইমামি গ্রুপ

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : সবাইকে চমকে দিয়ে নতুন ইনভেস্টর পেয়ে গেল ইস্টবেঙ্গল ক্লাব। আর এবারও ত্রাতার ভূমিকায় সেই মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। বুধবার নবান্নে ইস্টবেঙ্গল ক্লাব কর্তা ও ইমামি গ্রুপের আধিকারিকদের পাশে নিয়ে নতুন ইনভেস্টরের নাম ঘোষণা করলেন মুখ‍্যমন্ত্রী।

মুখ্যমন্ত্র বলেন, “আজ দু’পক্ষই আমার এখানে চা খেতে এসেছিল। দু’পক্ষই রাজি হয়েছে।ইস্টবেঙ্গলের আইএসএলে খেলার যে সমস্যা হচ্ছিল, এবার সেই সমস্যা মিটে যাবে।” ক্লাবের কর্তা দেবব্রত সরকার বলেন,”মুখ‍্যমন্ত্রীকে ধন‍্যবাদ দিয়ে ছোট করব না। উনি ইস্টবেঙ্গল ক্লাবের সব ব‍্যাপারে সাহায‍্যের হাত বাড়িয়ে দিয়েছে। ইমামি গ্রুপকেও ধন‍্যবাদ জানাই। ওঁদের সাহায‍্যে ইস্টবেঙ্গল সাফল‍্য পাবে”

ইমামি ইনভেস্টর হওয়ার কথা ঘোষণা হলেও ক্লাবের সঙ্গে ইমামির কি ধরনের চুক্তি হবে সেটা এখনও ক্লাব কর্তারা স্পষ্ট করে বলেননি। তবে এটা নিশ্চিত শ্রীসিমেন্টের মতো নতুন ইনভেস্টরকে ক্লাবের সব খেলার স্পোর্টিং রাইটস দেবে না। শুধু ফুটবল রাইটসটাই দেবে। কি রেসিও হবে সেটাও এখনও পযর্ন্ত স্পষ্ট নয়। ইস্টবেঙ্গলের এক অভিজ্ঞ কর্তা বলছিলেন,কোয়েস,শ্রীসিমেন্টের সঙ্গে যে ভুল গুলি হয়েছিল এবার সেই ভুল হবে না। আইএসএলে ইমামি ইনভেস্ট করছে তা নিশ্চিত করে দিয়েছেন মুখ‍্যমন্ত্রী। কিন্তু কয় বছরের চুক্তি সেটাও এখন বলা হচ্ছে না। খুব শীঘ্রই চুক্তি স্বাক্ষর করার পর সাংবাদিক সম্মেলন করে ইস্টবেঙ্গল কর্তারা জানাবেন।

এখন প্রশ্ন উঠছে, ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সৌরভ যে গাট ছড়া বাঁধার চেষ্টা করছিলেন সেটা আপাতত
কি হবে? মঙ্গলবার এই ঘটনার সত‍্যতা নিয়ে সৌরব নিজেই মন্তব‍্য করেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here