ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২৫ সেপ্টেম্বর : রবিবার সকালে অনূর্ধ্ব-২০ ভারতীয় দলের বিরুদ্ধে অনায়াস জয় পেয়েছে ইস্টবেঙ্গলের আইএসএল দল। আর বিকেলে নৈহাটি স্টেডিয়ামে কলকাতা লিগের প্রথম ম্যাচে খিদিরপুর স্পোর্টিংয়ের বিরুদ্ধে খেলতে নেমে ড্র করে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গলের রিজার্ভ দল। ম্যাচের ফলাফল গোলশূন্য।
একই দিনে কল্যাণী স্টেডিয়ামে এরিয়ানকে হারিয়ে লিগ অভিযান শুরু করল মহমেডান স্পোর্টিং। এরিয়ানকে ৩-০ গোলে হারাল মহমেডান। প্রতিপক্ষ এরিয়ানের বিরুদ্ধে প্রথম থেকে আক্রমণাত্মক ফুটবলে খেলে দাপুটে জয় মহমেডানের। ৪২ মিনিটে মার্কাস জোসেফ গোল করে মহমেডানকে এগিয়ে দেন। ৬১ মিনিটে শেখ ফৈয়াজের কর্নার থেকে দলের দ্বিতীয় গোল ওসমানের। ম্যাচের ৮১ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন ফজলু রহমান। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন অধিনায়ক মার্কাস জোসেফ।
২০১৯ সালের পর আবার কলকাতা লিগ খেলতে মাঠে নামল ইস্টবেঙ্গল। রিজার্ভ দল হলেও ম্যাচের প্রথমার্ধে চমৎকার ফুটবল খেললেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। কিন্তু একাধিক গোলের সুযোগ নষ্ট করলেন। ঠিক ভাবে গোলের সুযোগ কাজে লাগাতে পারলে আজ তিন পয়েন্ট নিয়েই ফিরতে পারতো লাল-হলুদ ব্রিগেড। মহীতোষ রায় একাই তিনটি গোলের সুযোগ নষ্ট করেছেন। জেসিন টি কে একাধিকবার সুবিধাজনক জায়গা থেকেও গোলের পথ তৈরি করতে পারেননি।
তবে দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল নিজেদের ছন্দ ধরে রাখতে পারেনি। বিশেষ করে মাঝমাঠে দীপ সাহা, শুভম ভৌমিক, সঞ্জীব ঘোষরা প্রতিপক্ষ খিদিরপুরের লড়াইয়ের কাছে দিশাহারা হয়ে গিয়েছিলেন ৷ বহু বছর পর খিদিরপুর লিগে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামল। বড় দলের বিরুদ্ধে নিজেদের মতো লড়াই করে ম্যাচের শেষে এক পয়েন্ট ছিনিয়ে নিতে পেরেছে খিদিরপুর।