ইস্টবেঙ্গলকে ২ দিনের মধ‍্যে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব : হরিমোহন বাঙ্গুর

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২৬ মে : ইস্টবেঙ্গল ও লগ্নিকারী শ্রী সিমেন্টের সম্পর্ক ক্রমশ খারাপই হচ্ছে। তার বড় কারণ টার্মসিটে ইস্টবেঙ্গল কর্তাদের সই না করা। আর সেই কারণেই প্রচন্ড বিরক্ত শ্রী সিমেন্টের কর্ণধার হরিমোহন বাঙ্গুর। তিনি ফোনে স্পষ্ট জানিয়ে দিলেন,” ইস্টবেঙ্গল ক্লাবের চিঠি পেয়েছি। তাতে কোথাও দেখলাম না যে, টার্মসিটে সই করার কথা বলেছে। আগামী দুই দিনের মধ‍্যে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব।” বলেছেন হরিমোহন বাঙ্গুর।

ইস্টবেঙ্গল কর্তাদের বক্তব‍্য, ক্লাব বিক্রি করে লগ্নিকারীদের সঙ্গে গাঁটছড়া বেঁধে আইএসেল খেলতে চান না। এই প্রশ্নের উত্তরে হরিমোহন বাঙ্গুর বলেন,”ক্লাব বিক্রির কথা শুনে অবাক হচ্ছি। মোহনবাগান ক্লাবও তো এটিকের সঙ্গে যুক্ত হয়েছে। তাতে কি মোহনবাগান বিক্রি হয়ে গিয়েছে? আমি বরং বলব, ইনভেস্টরদের সঙ্গে কি ভাবে সম্পর্ক গড়তে হয় তা মোহনবাগানকে দেখে শেখা উচিত ইস্টবেঙ্গলের। আমরা কখনই ইস্টবেঙ্গলকে কিনছি না। ক্লাবের খেলা বিভাগের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ‍্য।”

ক্লাবের পক্ষ থেকে আরও তিনটি বিষয় নিয়ে বক্তব‍্য আছে। ১)সদস‍্য-সমর্থকদের স্বার্থ দেখতে হবে। ২) ফুটবল রাইটস যখন আপনাদের হাতে তখন টিম গড়তে সমস‍্যা কোথায়? ৩) মৌ চুক্তি ও চূড়ান্ত টার্মসিটের অনেক ফারাক আছে।

এই তিনটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে হরিমোহন বাঙ্গুর জানান,”দেখুন, সদস‍্য-সমর্থকরা ক্লাবের সম্পদ। এটা আমরা কেন, সবাই জানে। সদস‍্য-সমর্থকদের বঞ্চিত হওয়ার কোনও প্রশ্নই নেই। দ্বিতীয় প্রশ্নর উত্তরে পরিস্কার করে জানিয়ে দিচ্ছি, টার্মসিটে সই না করলে নতুন করে টিম তৈরি করার প্রশ্নই নেই। চুক্তি পত্রে সই করবে না, আর আমরা টিম করব, এভাবে সম্ভব নয়, সরি। আর ওরা চুক্তির ফারাক নিয়ে বলছে অনেক দিন থেকেই। সংবাদমাধ্যমে আমি এই ব‍্যাপারে আগেও বলেছি, আবার বলছি, কোনও পার্থক‍্য নেই। মূখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের সামনে যে চুক্তিতে সই করেছিল,টার্মসিটেও একই আছে। আমরা এর বেশিও চাই না, কমও চাই না। কাজেই সইটা ওদের আগে করতে হবে।”

কথায় কথায় বাঙ্গুর বুঝিয়ে দিলেন, সই না করলে ফুটবলারদেরও ধরে রাখতে পারবে না। কারণ আগামী ৩১ মে দলের ফুটবলারদের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে। ইস্টবেঙ্গল কর্তারা টার্মসিটে সই না করলে ফুটবলারদের নতুন করে টাকা অগ্রীম দিয়ে চুক্তি করবে না শ্রী সিমেন্ট।

ইস্টবেঙ্গল ক্লাবের কর্তা দেবব্রত সরকার বলছেন আপনাদের সঙ্গে আলোচনায় বসতে চান। তিনিও এটাও বলেছেন, ক্লাব সভাপতি প্রণব দাশগুপ্ত নাকি আপনাকে ব‍্যক্তিগত ভাবে দেখা করতে চেয়ে মেল করেছেন? এটা কি সত‍্যি? হরিমোহন বাঙ্গুর স্বীকার করেছেন প্রণববাবুর মেল করার কথা। তারপরেই তিনি বলে উঠলেন,”প্রণব দাশগুপ্ত ইস এ ভেরি নাইস ম‍্যান। উনি মেল করে আমার সঙ্গে ব‍্যক্তিগত ভাবে মিট করতে চেয়েছেন। কিন্তু আমি ক্লাবের ব‍্যাপারে সরকারি মিটিংকেই গুরুত্ব দেব। একজন ক্লাব প্রেসিডেন্ট ব‍্যক্তিগত ভাবে কথা বলবে তাও আবার ক্লাব নিয়েই। এটাআমার পছন্দ নয়। ক্লাব নিয়ে কথা বলতে হলে অফিসিয়ালি মিটিং হওয়া বাঞ্চনীয় নয় কি?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here