ইস্টবেঙ্গলকে স্পোর্টিং রাইটস ফিরিয়ে দিল শ্রীসিমেন্ট

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১২ এপ্রিল : ময়দান থেকে বিদায় নিল শ্রী সিমেন্ট। বাঙ্গুর গোষ্ঠীর এই শ্রীসিমেন্ট কোম্পানি আজ মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাবকে স্পোর্টিং রাইটস ফিরিয়ে দিল। ফলে লাল-হলুদ শিবির মুক্ত। নতুন স্পনসর বা ইনভেস্টর আনতে ইস্টবেঙ্গল কর্তাদের আর কোনও বাধা থাকল না।

আগামী দিনে ইস্টবেঙ্গলের কে হবে নতুন ইনভেস্টর? বসুন্ধরা নাকি অন‍্য কোনও কোম্পানি? আইএসএল খেলবে নাকি আই লিগ? এখন এই প্রশ্ন গুলোই উঠছে। অবশ‍্য ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে এখনই এই সব প্রশ্নর উত্তর দিতে নারাজ। ক্লাবের এক কর্তা জানিয়েছেন, শ্রীসিমেন্ট যাবতীয় স্পোর্টিং রাইটস আমাদের ফিরিয়ে দিয়েছে। এটা ভাল ব‍্যাপার। খুব শীঘ্রই সাংবাদিক সম্মেলন করে বিস্তারে জানানো হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশের বহুজাতিক সংস্থা বসুন্ধরার সঙ্গে ইস্টবেঙ্গল কর্তাদের দু দফায় বৈঠক হয়েছে। কিন্তু সরকারি ভাবে শ্রীসিমেন্টের সঙ্গে বিচ্ছেদ না হওয়া পযর্ন্ত কোনও ভাবেই এগোতে পারছিল না তারা। আজ থেকে সেই সমস‍্যা নেই ইস্টবেঙ্গলের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here