ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২ আগস্ট : ইনভেস্টর ও ইস্টবেঙ্গলের চুক্তি জট অনেকটা খোলার পথে। তার মাঝেই লাল-হলুদ জনতার কাছে সুখবরের ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘খেলা হবে’ প্রকল্পের উদ্বোধনে এসে ইস্টবেঙ্গলের চুক্তি জট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন,”আলোচনা হচ্ছে। ইস্টবেঙ্গল একটু ছেড়ে খেললে সব মিটে যাবে। চুক্তি সই হবে। ইস্টবেঙ্গল আইএসএল খেলবে। সদস্য-সমর্থকদের সমস্যা মিটে গিয়েছে, আমার কাছে ইনফর্মেশন আছে। আমি এটুকু বলতে পারি, একটু ছেড়ে খেলুন। তা হলে চুক্তিটা হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। বাংলা থেকে মোহনবাগান খেলবে আর ইস্টবেঙ্গল খেলবে না এটা ভেবেই গত বছর আমি বিষয়টা দেখেছিলাম। পাঁচ বছরের জন্য কেউ দায়িত্ব নেবে, এটাও মুখের কথা নয়। পঞ্চাশ কোটি টাকা করে লাগে। তাদেরও অনেক বলে রাজি করানো হয়েছে। আশা করি দ্রুত সমাধান হবে। ইস্টবেঙ্গল আইএসএলে খেলবে।”
এদিন ‘খেলা হবে’ অনুষ্ঠানে ৩০৩ টি ক্লাব,সংস্থাকে ‘জয়ী’ ফুটবল দেওয়া হল। আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বাংলার বিভিন্ন ক্লাব,অ্যাসোসিয়েশনের জন্য রাজ্য সরকার এক লক্ষ ফুটবল দিচ্ছে। প্রত্যেক ক্লাব ও অ্যাসোসিশেনকে দশটি করে এবং কলকাতার তিন প্রধান মোহনবাগান,ইস্টবেঙ্গল ও মহমেডানকে ১০০ টি করে ফুটবল তুলে দেওয়া হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইএফএফের সচিব কুশল দাস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত, আইলিগের সিইও সুনন্দ ধর, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিসেয়শনের সভাপতি স্বপন ব্যানার্জি। ছিলেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ এক ঝাঁক প্রাক্তন ফুটবলার।
প্রসঙ্গত উল্লেখ্য, ১৬ আগস্ট ‘ক্রীড়া প্রেমি দিবস’-এর দিনে রাজ্য সরকার এই প্রথম রাজ্য জুড়ে ‘খেলা হবে দিবস’ অনুষ্ঠান করতে চলেছে।