ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২৮ মে : দুদিন আগে যতটা গর্জে উঠেছিল ঠিক ততটা বর্ষালো না ইনভেস্টর শ্রী সিমেন্ট। আজ,শুক্রবার ইস্টবেঙ্গলকে চিঠি দিয়ে শ্রী সিমেন্ট আর একবার জানিয়ে দিল, টার্মসিটে অসঙ্গতির যে অভিযোগ করেছে তা যেন স্পষ্ট করে জানায়। সইটাও খুব তাড়াতাড়ি করতে হবে। কারণ দল গড়ার জন্য হাতে সময় নেই বললেই চলে।
ইস্টবেঙ্গল ক্লাবের একটা অংশ ভেবেই নিয়েছিল, এবার ইনভেস্টর চরম পত্র দেবে। সেই পথে একেবারেই হাঁটেননি শ্রী সিমেন্টের কর্ণধার হরিমোহন বাঙ্গুর। বরং রাস্তা খোলা রাখার জন্যই হয়তো ইস্টবেঙ্গল ক্লাবকে আর একবার দুই চুক্তির ফারাকের কথা উল্লেখ করে চিঠি পাঠাতে বলেছে ইনভেস্টর।
এই চিঠির জবাবে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, তাঁরা সেই অক্টোবর থেকেই চুক্তিপত্রের অসঙ্গতির কথা জানিয়ে আসছেন একাধিক চিঠির মাধম্যে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আলোচনায় বসুন, সব পরিস্কার হয়ে যাবে।
এখনও পযর্ন্ত যা খবর তাতে এখনই আলোচনায় বসার কোনও সম্ভাবনা দেখছেন না শ্রী সিমেন্টের কর্তারা। তবে এই চিঠি, পাল্টা চিঠি দেওয়া-নেওয়ার ‘খেলা’-য় বিভ্রান্ত বেড়েই চলেছে। শ্রী সিমেন্ট বলছে ইস্টবেঙ্গল ক্লাব টার্মসিটে অসঙ্গতির কথা স্পষ্ট করে লিখে জানাচ্ছে না। আবার ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের দাবি, টার্মসিটে অসঙ্গতির কথা চিঠি দিয়ে একাধিকবার জানিয়ে দিয়েছেন। কার কথা সত্যি সেটাই বোঝা যাচ্ছে না। কারণ কোনও পক্ষই কোন চিঠি প্রকাশ্যে আনেনি। যার ফলে বিভ্রান্তি থেকেই যাচ্ছে।