◆সন্দীপ দে◆
স্কুল ক্রিকেট টুর্নামেন্ট পুরনো নামেই ফিরে এল। অর্থাৎ “ইন্টার স্কুল জুনিয়র নাইটস চ্যাম্পিনশিপ” এর বদলে “মেয়র্স কাপ” নামেই শুরু হতে যাচ্ছে CAB -এর স্কুল টুর্নামেন্ট। আজ,সোমবার সন্ধ্যার পর সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে CAB সচিব নরেশ ওঝার সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, “ইন্টার স্কুল জুনিয়র নাইটস চ্যাম্পিনশিপ”পরিবর্তে “মেয়র্স কাপ” নাম থাকছে। যা ঘটেছে তা অসাবাধনতা।

প্রসঙ্গত উল্লেখ্য, ৯ নভেম্বর অংশগ্রহণকারী স্কুল দলকে ১২ নভেম্বর সকাল সাড়ে আটটায় ইডেনে উপস্থিত থাকার জন্য চিঠি পাঠান CAB সচিব নরেশ ওঝা। তিনি CAB এর প্যাডে “মেয়র্স কাপ” নামটা বাদ দিয়ে লিখেছিলেন “ইন্টার স্কুল জুনিয়র নাইটস চ্যাম্পিয়নশিপ ২০২৪-‘২৫”। স্কুল টুর্নামেন্টের নাম পাল্টে দেওয়ার এই চিঠি “ইনসাইড স্পোর্টস”-এর হাতে আসার পরই প্রথম খবরটি প্রকাশ করা হয়। CAB এর এই নাম পাল্টে দেওয়ার ঘটনায় ওঠে নানান প্রশ্ন। অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ছাড়া একটি টুর্নামেন্টের নাম পাল্টে যায় কি ভাবে? গড়ের মাঠের প্রশ্ন ওঠার পাশাপাশি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ( KMC) কর্তৃপক্ষ ব্যাপক ক্ষুব্ধ হয়। “ইনসাইড স্পোর্টসে” “মেয়র্স কাপ” নাম বদলে যাওয়ার খবরটি পৌঁছে যায় KMC সংশ্লিষ্ট দফতরে। পরে কর্তৃপক্ষ খোঁজ নেয়। তারপর KMC কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, CAB এর এই স্কুল টুর্নামেন্টে KMC -এর কোনও প্রতিনিধি যাবেন না। খবরটা জানতেই CAB সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি KMCএর সঙ্গে যোগাযোগ করেন। নিজেদের ভুল স্বীকার করে দূঃখ প্রকাশও করেন। পরে CAB এর প্যাডে “মেয়র্স কাপ” নামটা রেখেই প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়। তারপর KMC কর্তৃপক্ষ সিদ্ধান্ত বদল করে টুর্নামেন্টে উপস্থিত থাকার ব্যাপারে স্নেহাশিসকে নিশ্চিত করে।

CAB এর মতো এতবড় অ্যাসোসিয়েশন কি ভাবে এই ভুলটা করল? এই ভুল কি সত্যিই “অসাবধনতা”? নাকি “অতিরিক্ত আত্মবিশ্বাসে”র বহিঃপ্রকাশ? “ইনসাইড স্পোর্টস” এই CAB-এর মৌচাকে ঢিল মারতেই সামনে আসছে লুকোনো অনেক ঘটনা। CAB -এর বর্তমান কর্তারা আমাদের কাজ পছন্দ করছেন না তা বলাই বাহুল্য। পছন্দ করুন বা না করুন – “ইনসাইড স্পোর্টস” এভাবেই সাংবাদিকতা করবে। ভাল হলেও লিখবে আর খারাপ দিকটাও প্রকাশ করবে। চাপে পড়ে হলেও স্নেহাশিস গাঙ্গুলি ও নরেশ ওঝা শেষ মুহূর্তে অন্তত “মেয়র্স কাপ” নামটা রাখতে বাধ্য হলেন। তার জন্য দুজনকেই ধন্যবাদ জানাই। প্রসঙ্গত, মঙ্গলবার সকালে CAB এর স্কুল ক্রিকেট (মেয়র্স কাপ) শুরু হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে KMC এর পদাধিকারীরাও থাকবেন।