ইডেনে মজার ক্রিকেটে অনবদ‍্য মহারাজ

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ইডেনে ক্রিকেট প্রশাসকদের ফান ক্রিকেট। দর্শকহীন গ‍্যালারিতে এই মজার ক্রিকেটে ব‍্যাট হাতে নেমে পড়লেন ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিন ও সৌরভ গাঙ্গুলিও। আর এই মজার ক্রিকেটেও ব‍্যাট হাতে অনবদ‍্য মহারাজ।

কেন মজার ক্রিকেট? ১৫ ওভারের খেলায় মুখোমুখি হয়েছিল বোর্ড সভাপতি একাদশ ও সচিব একাদশ। ১৫ ওভারের এই ম‍্যাচে কোনও ব‍্যাটসম‍্যান ৩৫ রান করলে আর তাকে ব‍্যাট করতে দেওয়া হবে না। সৌরভ নিজে ব‍্যাট করতে নেমে ৩৫ রান করতেই তাঁকে মাঠের বাইরে চলে যেতে হল। নিজের ক্রিকেটের আঁতুর ঘরে ব‍্যাট হাতে নামতেই ব‍্যাটিং ঝলক দেখালেন সৌরভ।

বোর্ড সভাপতির সঙ্গে জুটি বেঁধেছিলেন তাঁর ভারতীয় ক্রিকেট জীবনের প্রথম অধিনায়ক আজহারউদ্দিন। তবে শেষ পযর্ন্ত ম‍্যাচে শেষ হাসি ফুটলো সচিব একাদশের অধিনায়ক জয় শাহর মুখে। জয় নিজে তিন তিনটি উইকেট নিয়ে চমকে দিলেন। জিতল তাঁর দল।

শনিবার কলকাতায় বোর্ডের বার্ষিক সাধারণ সভা। প্রতিবছর সাধারণ বার্ষিক সভার আগের দিন নিজেদের মধ‍্যে ফান ক্রিকেট খেলা হয়। এবারও তাই হল। সেই ম্যাচই এবার অনুষ্ঠিত হল সৌরভের ঘরের মাঠ ইডেনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here