ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : আতসবাজির প্রদর্শন, সেই সঙ্গে এক ঝাঁক সেলিব্রিটিদের ভিড়। এই সবের মধ্যে দিয়েই ইডেনে আসন্ন ক্রিকেট বিশ্বকাপের ট্রফি সামনে আনা হল। সামনে মাসেই বিশ্বকাপ শুরু। তার আগেই ইডেনে জমকালো অনুষ্ঠানের মধ্যেই বিশ্বকাপ ট্রফি তুলে ধরা হল।
শুক্রবার সন্ধ্যায় এই অনুষ্ঠানের সাক্ষী থাকলেন ক্রীড়া জগতের বিভিন্ন খেলোয়াড়,কর্তারা। ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গাঙ্গুলি অনুষ্ঠানে হাজির না থাকলেও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এই দুই ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে সব কিছুই ঠিক ছিল। তাল কেটে গেল এক ভিডিও প্রদর্শনীর সময়। সেই ভিডিওতে দেখানো হল বিভিন্ন খেলায় বাংলার সফল ক্রীড়াবিদদের। কিন্তু সেই ভিডিওতে দেখা গেল না এবারের বিশ্বকাপ দলে থাকা বাংলার হয়ে একমাত্র প্রতিনিধিত্ব করা মহম্মদ শামিকে। তখনই অনুষ্ঠানে গুঞ্জন শুরু হয়। ভুল হয়ে গিয়েছে এটা বুঝতে পেরে দূঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে নিয়েছেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। তিনি বলেন,”ভিডিওতে সামির ছবি না থাকাটা একটা অনিচ্ছাকৃত ভুল। আমাদের কাছে শামি সব সময় কাছের ও গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ওর ছবি অবশ্যই থাকা উচিত ছিল। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত। ক্ষমাপ্রার্থী।’’
এদিন,এই বিশ্বকাপ ট্রফি ঘিরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লিয়েন্ডার পেজ, ঝুলন গোস্বামী, অরুণ লাল, দোলা বন্দ্যোপাধ্যায়, দিব্যেন্দু বড়ুয়া, শান্তি মল্লিক, অশোক ডিন্ডা সহ এক ঝাঁক খেলোয়াড়। ছিলেন অভিষেক ডালমিয়া, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
আগামীকাল,শনিবার দক্ষিণ কলকাতার একটি শপিংমলে বিশ্বকাপ ট্রফিটি রাখার কথা। ওইদিনি বিকেল তিনটে থেকে ‘ধনধান্যে’ সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে।