◆ম্যাচের সেরা তৌফিককের সঙ্গে সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। ম্যাচের শেষে ইডেনে◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ইডেনে খেলার স্বপ্ন সব ক্রিকেটারেরই থাকে। এবার জেলার ক্রিকেটারদের সামনে সেই সুযোগ করে দিলেন সিএবি কর্তরা। মঙ্গলবার সন্ধ্যায় ইডেনের ফ্লাড লাইটে খেললেন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্রিকেটাররা। উপস্থিত ছিলেন জেলার কর্তা থেকে সিএবির সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি,সচিব নরেশ ওঝা সহ একঝাঁক কর্তারা। স্বাভাবিক ভাবেই মুগ্ধ জেলার ক্রিকেটাররা।
কিছুদিন আগেই সিএবি পরিচালিত আন্তঃজেলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছিল বালুরঘাট (দক্ষিণ দিনাজপুর) ও বহরমপুরে (মুর্শিদাবাদ)। সেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মঙ্গলবার হয়ে গেল ইডেনে। প্রসঙ্গত উল্লেখ্য, কোনও জেলার ফাইনাল ম্যাচ ইডেনের ফ্লাডলাইটে এই নিয়ে দ্বিতীয়বার হল।
এদিন আন্তঃজেলা টি-২০ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হয়েছিল উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান করে উত্তর ২৪ পরগনা। জবাবে দক্ষিণ ২৪ পরগনা ১৯.১ ওভারে ৬ উইকেটে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয়। দক্ষিণ ২৪ পরগনার তৌফিক উদ্দিন মন্ডল ৩৫ বলে ৬৩ রান চরে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।
ফাইনাল ম্যাচ শুরুর আগে সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি বক্তব্য রাখতে গিয়ে বলেন,”আমাদের সময় ফ্লাড লাইটে ম্যাচ খেলার সুযোগ হয়নি। ক্রিকেট এখন আধুনিক হয়েছে। আমরা জেলার কোনও টুর্নামেন্টের ফাইনাল ইডেনের ফ্লাড লাইটে করছি। ক্রিকেট মরসুম শুরু হয়ে গেছে। এরপর জেলায় ওয়ান-ডে টুর্নামেন্ট শুরু হবে। জেলার সেই টুর্নামেন্টের ফাইনালও ইডেনের ফ্লাড লাইটে করার চেষ্টা করব।”