ইউরো কাপ খেলেই এটিকে মোহনবাগানে সই জনি কাউকো’র

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২৪ জুন : এতদিন সোসাল মিডিয়ায় খবরটি ভাসছিল। এবার সত‍্যিই ঘটল। এবারের ইউরো কাপ খেলতে খেলতেই এটিকে মোহনবাগানে সই করলেন ফিনল‍্যান্ডের জাতীয় দলের মিডফিল্ডার জনি কাউকো। আগামী দুই বছরের জন‍্য বাগান চুক্তি করল। আজ, বৃহস্পতিবার সরকারি ভাবে এটিকে মোহনবাগানে সই করেন জনি।

প্রসঙ্গত ভারতের ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) বিভিন্ন দেশের ফুটবলার খেলে গিয়েছেন। কিন্তু কেউ এসেছেন খেলা ছেড়ে দেওয়ার পর। আবার অনেকে খেলতে এসেছেন ফুটবল জীবনের শেষ দিকে। বিশ্ব ফুটবলের বর্তমান কোনও জাতীয় দলের কোনও ফুটবলার আইএসএলে খেলতে আসছে এমনটা কম হয়েছে বলাই যায়। ফিনল্যান্ডের জনি কাউকো হতে চলেছেন ব্যতিক্রম। সদ্য ইউরোর মতো বড় মঞ্চে খেলতে খেলতেই এটিকে মোহনবাগানে সই করাটা উল্লেখযোগ্য।

জনি কাউকোর বয়স ৩০ বছর। মূলত মিডফিল্ডে খেলেন। ফিনল্যান্ড দলের হয়ে একাধিক বয়সভিত্তিক প্রতিযোগিতায় দাপিয়ে খেলেছেন। সিনিয়র দলের হয়ে প্রথম তাঁর আত্মপ্রকাশ ২০১২-তে। ইতিমধ্যে তাঁর ২৭টা ম্যাচ খেলা হয়ে গিয়েছে। বেলজিয়ামের বিপক্ষে ১৯ নম্বর জার্সি গায়ে তাঁকে পরিবর্ত হিসাবে খেলতে দেখা গিয়েছিল।


বুন্দেশলিগার দ্বিতীয় ডিভিসন ক্লাব, এফএসভি ফ্রাঙ্কফুর্টের হয়ে বেশ কয়েক বছর খেলেছেন। ফিনিশ ক্লাব এসবার্গের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে তাঁর। ইউরো কাপ চলাকালীন জনীর এজেন্টের সঙ্গে যোগাযোগ করেন বাগান কর্তারা। ফিনল‍্যান্ডের ইউরো অভিযান শেষ হতেই আজ, বৃহস্পতিবার এটিকে মোহনবাগানে সই করেন জনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here