ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : বিভিন্ন জেলার প্রত্যন্ত গ্রামে গিয়ে ফুটবলের ট্যালেন্ট হান্ট করে এক ঝাঁক বাঙালি ফুটবল প্রতিভা তুলে এনেছে। পরে সদস্য, সমর্থকদের আর্থিক সাহায্য নিয়ে (ক্রাউড ফান্ডিং) নির্দিষ্ট প্রজেক্ট যে সফল করা যায় ভারতীয় ফুটবলে প্রথম করে দেখিয়েছে ইউনাইটেড স্পোর্টস।
এবার নিজদের ফুটবল পরিকাঠামো পরিদর্শন করাতে সুদুর ইতালির বিখ্যাত পেশকারা এফ সি-এর অ্যাকাডেমির আন্তর্জাতিক ম্যানেজার ফেরিও ফালকাও মারিওকে কল্যাণীতে আনলেন ইউনাইটেড স্পোর্টস কর্তারা।
ইউরোপীয় কোনও ফুটবল অ্যাকাডেমির সঙ্গে যাতে গাঁটছড়া বাঁধা যায়, সেই লক্ষ্য নিয়েই ইউনাইটেড কর্তাদের চেষ্টা।ইউনাইটেডের পরিকাঠামো খতিয়ে দেখার পর যদি পছন্দ ইতালির মারিওর পছন্দ হয় তাহলে, ইউনাইটেডের ক্যাম্পের প্রতিভাবান ছেলেরা যেমন, ইতালি গিয়ে উন্নতমানের অনুশীলন করার সুযোগ পাবে,তেমনি, ইতালির পেসকারা এফসির ডিগ্রিধারী কোচেরা এসেও কল্যাণী এসে ইউনাটেড স্পোর্টসের ফুটবলারদের অনুশীলন করাবেন। মারিও নিজে প্রাক্তন ফুটবলার। কয়েকদিন কল্যাণীতে থেকে,দেখে তারপর ইতালি ফিরবেন।
এমন একটা উদ্যোগ নিয়েছেন ইউনাইটেড স্পোর্টস ক্লাবের অন্যতম ডিরেক্টর নবাব ভট্টাচার্য। এই ক্লাবের মাথার উপরে আছেন অলোকেশ কুন্ডু। কিন্তু আধুনিক ফুটবলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য যুগোপযোগী হতে নবাব ভট্টাচার্যর হাতেই ক্লাবের পুরো দায়িত্ব তুলে দিয়েছেন ময়দানের “আলোদা”। তিনি যে যোগ্য লোকের হাতেই ব্যাটনটা তুলে দিয়েছেন,তাতে কোনও সন্দেহ নেই। “আলো-নবাব”-এর যুগলবন্দীতে একদা আই লিগে খেলা ইউনাইটেড স্পোর্টস নতুন লক্ষ্য নিয়ে ক্রমশ পায়ে পায়ে এগিয়ে চলেছে।
ইউনাইটেড স্পোর্টসের অন্যতম ডিরেক্টর নবাব ভট্টাচার্য জানিয়েছেন, “আমরা অনেক দিন ধরেই ইউরোপের কোনও অ্যাকাডেমির সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি। যুক্ত হতে পারলে আমাদের প্রতিশ্রুতিবান ফুটবলাররা সেখানে ট্রেনিং এর সুযোগ পেতে পারে। পাশাপাশি তাদের অ্যাকাডেমি থেকে বেরোনো তরুণ এবং ভালো ফুটবলাররাও আমাদের ক্লাবের হয়ে কলকাতা লিগেও খেলতে পারে। তাছাড়া, কোচদের প্রশিক্ষণএবং আধুনিক ফুটবলের অন্যান্য সুযোগগুলিও আমাদের দলের ফুটবলারদের সামনে খুলে যাবে। সেই উদ্দেশ্যেই আমরা ইতালির এই অ্যাকাডেমির সঙ্গে যোগাযোগ করেছিলাম। আমরা ভাগ্যবান যে,আমাদের ডাকে সারা দিয়ে আমাদের পরিকাঠামো দেখতে এসেছেন।”
প্রসঙ্গত উল্লৃখ্য, অতীতের কিছু ইতালিয়ান সুপারস্টার সিরো ইম্মোবিল, লরেঞ্জ ইনসাইনে, মার্কো ভেরাত্তিরা ইতালির এই পেসকারা অ্যাকডেমি থেকেই উঠে এসেছিলেন। সোমবার কল্যাণী স্টেডিয়ামে একটা ছোট ঘরোয়া অনুষ্ঠানে বরণ করে নেওয়া হয় ফেরি ফালকাও মারিওকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ-এর সচিব জয়দীপ মুখার্জি, ইউনাইটেডের কোচ স্টিভ, সহকারী কোচ অঞ্জন নাথ, কল্যানী স্টেডিয়ামের ডিরেক্টর নীলিমেশ রায় চৌধুরী,জর্জ টেলিগ্রাফের কোচ রঞ্জন ভট্টাচার্য এবং নবাব ভট্টাচার্য।