ইউনাইটেডের একাধিক গোল নষ্ট,খারাপ খেলেও জিতল মোহনবাগান

0

◆গোল করার পর সুহেল। শনিবার মোহনবাগান মাঠে◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : ম‍্যাচের ফলাফলটা অন‍্যরকম হতে পারত। কিন্তু হল না ইউনাইটেডের ফুটবলারদের গোল নষ্টের জন‍্য। এবছরের লিগে এখনও পযর্ন্ত মোহনবাগান সব থেকে খারাপ ম‍্যাচ খেলেও জয় পেয়ে গেল মোহনবাগান। নাওরেম ও সুয়েল বাটের করা গোলে মোহনবাগান ২-০ গোলে হারাল ইউনাইটেড স্পোর্টসকে।

এদিন ম‍্যাচের প্রথমার্ধ থেকেই মোহনবাগান ছিল নিস্প্রভ। সেই পাসিং ফুটবল নেই, মাঝমাঠের সঙ্গে আক্রমণভাগের কোনও যোগাযোগ নেই, দুটি উইংও তথৈবচ। তবু এত কিছুর ‘নেই’-এর মাঝেও প্রথমার্ধে নাওরামের গোলটাই প্রাপ্তি।

দ্বিতীয়ার্ধে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল শুরু করে ইউনাইটেড স্পোর্টস। তাদের আক্রমণে মোহনবাগান যেন আরও গুটিয়ে গেল। বাস্তবের ছেলেদের জঘন‍্য ফুটবল আরও প্রকট হল। অ‍্যালোসিয়াস,রাহুল রায়,বিজয় বাহাদুর ছেত্রী মোহনবাগানের ডিফেন্সকে তখন ছিঁড়ে খাচ্ছেন যেন। কিন্তু বিপক্ষের বক্সে পৌঁছেও গোলের সুযোগ তৈরি করেও তিন কাঠির মধ‍্যে রাখতেই পারলেন না। কম করে চারটি গোল করতে পারত ইউনাইটেড। উল্লেখযোগ্য বিষয় হল, গোলের সুযোগ গুলি তৈরি করলেও একটি শটও তিন কাঠির মধ‍্যে রাখতে পারেনি। সব শটই বাইরে মারেন ইউনাইটেড ফুটবলাররা। সেই ক্ষেত্রে মোহনবাগানের গোলরক্ষককে কঠিন পরীক্ষা দিতেই হল না।

এদিকে ইউনাইটেডের আক্রমণের পাল্টা আক্রমণে যাওয়ার জন‍্য ৬৪ মিনিটে কিয়ান নাসিরিকে তুলে নিয়ে সুহেল বাটকে নামান মোহনবাগান কোচ বাস্তব রায়। এদিন কিয়ান পুরোপুরি ব‍্যর্থ। ৮৮ মিনিটে গতির বিরুদ্ধে গিয়ে অসাধারণ গোল করে জয় নিশ্চিত করেন সুহেল বাট। কাশ্মীরের এই ছেলেটি প্রতি ম‍্যাচে গোল করে ক্রমশ বাগানের বড় ভরসা হয়ে উঠছেন। ম‍্যাচের সেরা নির্বাচিত হয়েছেন নাওরেম।

এদিকে, শনিবার প্রিমিয়ার ডিভিশনের অন‍্য ম‍্যাচে কালীঘাট এম এস ১-০ গোলে হারায় সাদার্ন সমিতিকে। পিছিয়ে থেকে পিয়ারলেসের সঙ্গে ১-১ গোলে ড্র করল ডায়মন্ডহারবার এফসি। ডালহৌসিকে ২-১ গোলে হারাল সিএফসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here