ইংল‍্যান্ডের হার,জয় দিয়ে ওডিআই সিরিজ শুরু ভারতের

0

সংক্ষিপ্ত স্কোর –
▪ভারত – ৩১৭/৫ (ধাওয়ান ৯৮, লোকেশ ৬২, ক্রুনাল ৫৮, কোহলি ৫৬)
▪ইংল্যান্ড – ২৫১ (বেয়ারস্টো ৯৪, রয় ৪৬, প্রসিধ ৪/৫৪, শার্দূল ৩/৩৭)
▪ভারত ৬৬ রানে জয়ী

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, ২৩ মার্চ : জয় দিয়ে ইংল‍্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু করল ভারত। মঙ্গলবার পুনে শহরে ইংল‍্যান্ডকে ৬৬ রানে হারিয়ে দিল ভারত। অসাধারণ অভিষেক করা ভারতের দুই ক্রিকেটার। বল হাতে প্রসিদ্ধ কৃষ্ণ পেলেন ৪ উইকেট। আর ক্রুণাল পাণ্ড‍্যর ব্যাট থেকে এল ৫৮ রান। ক্রুনালের অবদান ৩১ বলে অপরাজিত ৫৮, সাতটি চার, দু’টি ছয়। আক্রমণাত্মক ইনিংস। একদিনের ক্রিকেটে অভিষেকে দ্রুততম (২৬ বলে) অর্ধশতরানের রেকর্ডও করে ফেললেন ক্রুনাল।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। শুরুটা ভালই করেছিলেন রোহিত শর্মা ও ধাওয়ান। কিন্তু ৪২ বলে ২৮ রান করে ফিরে যান রোহিত। এরপর অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে জুটি বাঁধেন ধাওয়ান। দু’জনে মিলে ১০৫ রান যোগ করেন। কিন্তু ৫৬ রান করেই ফিরে যান অধিনায়ক বিরাট কোহলি। পরে দ্রুত আউট হন শ্রেয়সও (৬)। এর দশ রান পরেই স্টোকসের বলে আউট হন ধাওয়ান। ১০৬ বলে ৯৮ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১১টি চার ও ২টি ছয়।
রাহুল করলেন ৪৩ বলে ৬০ রান। এবং ক্রণালের সংগ্রহ ৩১ বলে ৫৮ রান। নির্ধারিত ৫০ ওভারে ভারত ৫ উইকেটে করে৩১৭ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে ইংল্যান্ড। জেসন রয় ও জনি বেয়ারস্টো ১৩৫ রানের জুটি গড়ে তোলেন। পরে অধিনায়ক মর্গ্যান ও পরের দিকে মঈন আলি কিছুটা ভাল খেললেও দলকে জেতাতে পারেননি। বেয়ারস্টো আউট হন ৯৪ রান করে। জেসন রয় করেন ৪৬। মর্গ্যান আউট হন ৩০ বলে ২২ রান করে। ৩৭ বলে ৩০ রান করেন মঈণ আলি। ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ২৫১ রানে। হারতে ৬৬ রানে। তিন ওডিআই সিরিজে প্রথম ম‍্যাচ জিতে ভারত ১-০ ব‍্যবধানে এগিয়ে গেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here