সংক্ষিপ্ত স্কোর – ◆ ভারত (প্রথম ইনিংস) – ৩২৯ (রোহিত-১৬১, পন্থ-৫৮*) দ্বিতীয় ইনিংস – ২৮৬ (অশ্বিন-১০৬, বিরাট ৬২)
◆ইংল্যান্ড (প্রথম ইনিংস ) – ১৩৪ (ফোকস-৪২*) দ্বিতীয় (ইনিংস) ১৬৪ (মইন আলি ৪৩, রুট ৩৩)
◆ভারত ৩১৭ রানে জয়ী
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১৬ ফেব্রুয়ারি : এভাবেও ফিরে আসা যায়। প্রথম টেস্টে হারলেও দ্বিতীয় টেস্ট জিতে ৪ টেস্ট সিরিজে সমতা ফেরাল ভারত। আজ, মঙ্গলবার, চেন্নাইয়ে দ্বিতীয় ইনিংসে ১৬৪ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। অসহায় আত্মসমর্পণ। চেন্নাই টেস্টে ভারত জিতল ৩১৭ রানে। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
এই টেস্টে ভারতের প্রাপ্তি অক্ষর প্যাটেল। অভিষেক টেস্টে ৭ উইকেট(দুই ইনিংসে) নিয়ে সবাইকে চমকে দিয়েছেন অক্ষর পটেল। আর রবিচন্দ্রন অশ্বিন ব্যাট হাতে শতরান করলেন। বল হাতে ৮ উইকেট নিয়ে (দুই ইনিংসে) তিনি বুঝিয়ে দিলেন তিনি কমপ্লিট অলরাউন্ডার ক্রিকেটার।
সোমবার চিপকে দাপট দেখিয়েছিলেন ‘ব্যাটসম্যান’ অশ্বিন। আজ বল হাতে নেমেই সাফল্য পান অশ্বিন।
আজ দিনের খেলা শুরু হতেই আগের দিনের অপরাজিত থাকা ব্যাটসম্যান ড্যানিয়েল লরেন্সকে ফেরান তিনি।
পরে সেই অশ্বিন ৮ রানে ফেরান ইংরেজ অলরাউন্ডার স্টোকসকে।
প্রথম সেশনেই ৪ উইকেট তুলে নেয় ভারত। লাঞ্চ বিরতিতে ইংল্যান্ডের স্কোর ছিল ৭ উইকেট হারিয়ে ১১৬ রান। মধ্যাহ্নভোজের পর ইংল্যান্ড প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। ১৬৪ রানেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড। এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় স্থানে উঠে এল ভারত। চার নম্বরে নেমে গেল ইংল্যান্ড।