ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২৯ আগস্ট,কলকাতা : ভারতীয় বক্সিং দলের সফল কোচ আলি কামারকে সংবর্ধনা জানাল বেঙ্গল হকি। সদ্য অলিম্পিক থেকে ভারতীয় মহিলা বিভাগে লাভলিনা ব্রোঞ্চ জিতেছেন। তার কোচ ছিলেন আলি কামার। আজ,২৯ আগস্ট ‘ন্যাশনাল স্পোর্টস ডে’-এর দিনেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বাঙালি আলি কামারকে সম্মান জানালেন বেঙ্গল হকির কর্তারা।
২০০২ সালে ম্যাঞ্চেস্টারে কমনওয়েলথ গেমস থেকে সোনার পদক জিতেছিলেন খিদিরপুরের ছেলে আলি কামার। এদিন সংবর্ধিত হয়ে কামার বলছিলেন,” বাংলার হকির একটা ইতিহাস আছে। সেই বেঙ্গল হকি সংস্থা আমাকে সম্মান জানাচ্ছে। খুবই ভাল লাগছে। আশাকরি খুব শীঘ্রই বাংলার হকি পুরনো জায়গা ফিরে পাবে। আমাদের রাজ্যেও অনেক প্রতিভা আছে। তুলে আনতে হবে।”
এইদিনের অনুষ্ঠানে হকি বেঙ্গল অ্যাওয়ার্ড ২০২১ পুরস্কার দেওয়া হল। ধ্যানচাঁদ লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার হিসেবে ১৯৬০ অলিম্পিক সোনা জয়ী গুরবক্স সিংকেই বেছে নেওয়া হয়। অলিম্পিয়ান যোগিন্দর সিং অ্যাওয়ার্ড পেলেন বাংলার কোচ গুলজার সিং। অলিম্পিয়ান জয়সওয়ান্ত সিং রাজপুত অ্যাওয়ার্ড দেওয়া হল প্রাক্তন জাতীয় আম্পেয়ার স্বপন দত্তকে। আম্পায়ার অফ দ্য ইয়ার (২০২১ ) পুরস্কার পেলেন পঙ্কজ শর্মা এবং প্রতিভাবান আম্পায়ারের পুরস্কার পেলেন অয়ন চ্যাটার্জি।
বেঙ্গল হকির সভাপতি স্বপন ব্যানার্জি (বাবুন) জানান,”কোভিড পরিস্থিতির জন্য আমরা ছোট করেই এই অনুষ্ঠান করলাম। বেঙ্গল হকি নিয়ে আমাদের নানান পরিকল্পনা আছে। সব কিছু স্বাভাবিক হলেই বাংলার হকি অন্যভাবে শুরু করবে।”
এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন বাংলার পুরুষ ও মহিলা বিভাগের হকি খেলোয়াড়রা। ছিলেন ক্রীড়া জগতের ব্যক্তিত্বরা।