ওড়িশা এফসি -৬
এসসি ইস্টবেঙ্গল – ৪
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৩০ নভেম্বর : হেরেই চলেছে এসসি ইস্টবেঙ্গল। গত রবিবার এটিকে মোহনবাগানের কাছে হারার পর এদিন ওড়িশার কাছে হাফ ডজন গোল খেয়ে হারল এসসি ইস্টবেঙ্গল। আইএসএলে বিধ্বস্ত লাল-হলুদ শিবির। গত মরশুমের শেষ ম্যাচেও ওড়িশার বিরুদ্ধে হাফ ডজন গোল হজম করতে হয়েছিল লাল-হলুদকে। তবে এদিন ৬ গোল হজম করলেও ৪টি গোলও করেছে এসসি ইস্টবেঙ্গল।
এই নিয়ে এবারের আইএসএলে তিনটি ম্যাচ খেলে একটিতে ড্র ও দুটিতে হেরে এই মুহূর্তে লিগ তালিকার শেষে লাল-হলুদ ব্রিগেড।
ডার্বি ম্যাচে ৩ গোলে হারার পর এদিনের ম্যাচে শুরুটা চমৎকার করেছিল দিয়াজের ছেলেরা। সংগঠিত ফুটবল খেলেই ওড়িশার বক্সে আক্রমণের ঝড় তুলেছিলেন লাল-হলুদ ফুটবলাররা। ম্যাচের ১৩ মিনিটের মাথায় চমৎকার গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ড্যারেন সিডল। কিন্তু ২৫ মিনিট পর খেলার ছন্দটাই হারিয়ে ফেলে ইস্টবেঙ্গল। তারপর থেকেই ওড়িশার আক্রমণে দিয়াজের ছেলেরা দিশাহারা। ৩৩ ও ৩৯ মিনিটে রোডস দুটি ও ৪৪ মিনিটে জেভিয়ার হার্নান্ডেজ একটি গোল করে ওড়িশাকে ৩-১ এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধেও বজায় ছিল ওড়িশার আক্রমণাত্মক ফুটবল। ৭১ মিনিটে ওড়িশার হয়ে গোল করেন সুয়ারেজ। তিনিই ম্যাচের শেষ মুহূর্তে আরও একটি গোল করেন। তার আগে ৮১ মিনিটে গোল করেন আইসাক।
তবে গোল খাওয়ার মাঝে ইস্টবেঙ্গলের হাওকিপ খেলার গতির বিপরীতে গিয়ে একটি গোল করে ব্যবধান কমান। ম্যাচের শেষদিকে জোড়া গোল করে ফের ব্যবধান কমান চিমা। অবশেষে গোল পেলেন চিমা। তবে হেরেই মাঠ ছাড়তে হল এসসি ইস্টবেঙ্গলকে। দিয়াজের দলের রক্ষণের যা অবস্থা আগামীদিনে আরও দুর্ভোগ অপেক্ষা করে আছে।