আটকে গেল অ‍্যালবার্ট, জিতল গরলগাছা,বরনগর,শ‍্যামবাজার

0

◆বরনগর শিবশঙ্করের দুই গোলদাতা পীযুষ দাস ও সৌমিক দাস◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : টিডি মানস ভট্টাচার্য ও কোচ দিব‍্যেন্দু ঘোষের দল অ‍্যালবার্ট এসসি আটকে গেল অ‍্যাডামাসের কাছে। বৃহস্পতিবার তালতলা মাঠে কলকাতা লিগের তৃতীয় ডিভিশনের খেলায় টিডি রঞ্জন ভট্টাচার্যের অ‍্যাডামাস এস এ দলের সঙ্গে ড্র করল অ‍্যালবার্ট। ম‍্যাচ গোলশূন‍্যভাবে শেষ হয়েছে। অন‍্যদিকে একই ডিভিশনে বিজি প্রেস মাঠে গরলগাছা এসসি ৩-০ গোলে হারাল ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেডকে। গরলগাছার হয়ে গোল করেছেন সাহাজিদ গাজি,হরশিস থাপা ও রবি মুর্মূ। হাইকোর্ট মাঠে বেহালা ইউথ ৩-০ হারাল কাশিপুর সরস্বতী ক্লাবকে। রাজেস মান্ডি, গৌরব হাঁসদা ও সুমিত বিশ্বাস গোল করেছেন।

শ‍্যামবাজার ইউনাইটেড কোচ জ‍্যোতির্ময় চক্রবর্তীর সঙ্গে দুই গোলদাতা কাজি তালাল ও প্রীতম বিশ্বাস। বৃহস্পতিবার ওয়াইএমসিএ মাঠে

একই দিনে চতুর্থ ডিভিশনের খেলায় অনায়াস জয় ছিনিয়ে নিল শ‍্যামবাজার ইউনাইটেডকে। এদিন, ওয়াইএমসিএ মাঠে শ‍্যামবাজার ২-০ গোলে হারাল জেফা যাদবপুরর অ‍্যাসোসিয়েশনকে। শ‍্যামবাজারের হয়ে গোল করেছেন কাজি তালাল ও প্রীতম বিশ্বাস। শ‍্যামবাজারের কোচ জ‍্যোতির্ময় চক্রবর্তী জানান,”দল ছন্দেই আছে। নিদিষ্ট লক্ষ‍্য নিয়েই এগিয়ে চলেছি। ধাপে ধাপে এগোতে চাই”।

বরনগর শিবশঙ্কর কোচ প্রবীর চক্রবর্তী ও কর্তা মিস্টার লাহিড়ীর সঙ্গে দুই গোলদাতা পীযুষ দাস ও সৌমিক দাস। টাউন মাঠে

এদিকে পঞ্চম ডিভিশনের ম‍্যাচে পর পর দুই ম‍্যাচে জয় পেয়ে ছন্দে বরনগর শিবশঙ্কর। এদিনও তারা জিতল। টাউন মাঠে বরনগর শিবশঙ্কর ২-১ গোলে হারাল ক‍্যালকাটা অ‍্যাথলেটিক ক্লাবকে। বরনগরের হয়ে গোল করেছেন সৌমিক দাস ও পীযুষ দাস। আর ক‍্যালকাটা অ‍্যাথলেটিকের গোলদাতা সুদীপ নস্কর। বরনগরের কর্তা ও প্রাক্তন ফুটবলার সুবীর লাহিড়ী বলেন,”আমাদের দলের কোচ প্রবীর চক্রবর্তীর উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে। দীর্ঘদিন ধরেই প্রবীর দলের দায়িত্বে। আপাতত তিন ম‍্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে উপরে ওঠার লক্ষ‍্য নিয়েই দল এগোতে চাই”।

একই ডিভিশনে ক‍্যালকাটা রেঞ্জার্স সুমন দাসের গোলে ১-০ গোলে হারিয়েছে ইন্ডিয়া ক্লাবকে। বেঙ্গল স্পোর্টিং ক্লাব ২-০ গোলে হারাল ফেডারেশন ক্লাবকে। বেঙ্গল স্পোর্টিংয়ের হয়ে দুটি গোল করেছেন সৌরভ মালাকার। অন‍্যদিকে সারদা চরন ২-০ গোলে হারিয়েছে ন‍্যাশনাল অ‍্যাথলেটিক ক্লাবকে। সারদার গোলদাতা সুমন রায় ও সাকিল হোসেন গাজি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here