আজ থেকে ডার্বি ম‍্যাচের টিকিট মিলবে দুই প্রধান ক্লাবে

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : আজ, শুক্রবার দুপুর থেকে ডার্বি ম‍্যাচের টিকিট পাওয়া যাবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে। দুপুর ১২ টা থেকে মোহনবাগান ক্লাব তাঁবুতে পিডব্লিউ কাউন্টারে সাধারণের জন‍্য টিকিট পাওয়া যাবে বলে জানিয়েছেন মোহনবাগান ক্লাব সচিব দেবাশিস দত্ত। আর ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে তাঁদের ক্লাবে ডার্বি ম‍্যাচের টিকিট দেওয়া শুরু হবে দুপুর দুটো থেকে।

বৃহস্পতিবার বিকেলে মোহনবাগান ক্লাব সচিব দেবাশিস দত্ত জানান,”শুক্রবার দুপুর ১২ টা থেকে সাধারণের জন‍্য ৫০ ও ১০০ টাকার ডার্বি ম‍্যাচের টিকিট পাওয়া যাবে। আর যারা মোহনবাগান ক্লাবের সদস‍্য তাদের একটি করে টিকিট দেওয়া হবে আগামী ২৭ অগাস্ট। টিকিটের চাহিদার তুলনায় আমাদের হাতে খুব কম টিকিট এসেছে। আমি যতদুর জানি ডার্বি ম‍্যাচের জন‍্য ৬০ হাজার টিকিট ছাপা হয়েছে। এর মধ‍্যে কমপ্লিমেন্টারি টিকিট আছে। যা সেনা বাহিনী ডিস্ট্রিবিউট করবে। রাজ‍্য সরকারকেও দেবে। যতদুর শুনেছি, দামের টিকিট বাজারে ছাড়া হচ্ছে ৩৫ থেকে ৩৮ হাজার টিকিট। তারমধ‍্যে আবার অনলাইনে সম্ভবত ২২ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। যার ফলে আমাদের সদস‍্যদের জন‍্য মাত্র দেড় হাজার টিকিট দিতে পারছি।”

আগে এলে আগে পাবে এই পদ্ধতিতে মোহনবাগান সদস‍্যদের টিকিট দেওয়া হবে। একজন সদস‍্য সর্বোচ্চ দশটি সদস‍্য কার্ড দেখিয়ে দশটি টিকিট তুলতে পারবে। তার বেশি নয়। তবে একটি সদস‍্য কার্ডের বরাদ্দ একটি টিকিট।

এদিকে,বৃহস্পতিবার মোহনবাগানের কর্মসমিতির বৈঠকের শেষে সাংবাদিক সম্মেলন করে সচিব দেবাশিস দত্ত জানান, স‍দস‍্য-সমর্থকদের দাবি মেনেই তাঁরা সঞ্জীব গোয়েঙ্কার কাছে মোহনবাগানের আগে এটিকে তুলে দেওয়ার জন‍্য আবেদন করেছে ক্লাব।

দেবাশিস দত্তর কথায়,“আমাদের সমর্থকরা ক্লাবের স্তম্ভ। আবেগের বশেই মাঝে মধ্যে রেগে ওঠেন তাঁরা। কিন্তু আমরা মনে করি সঞ্জীব গোয়েঙ্কা নিজেও এই ক্লাবের একটি অংশ। তিনি সকলের আবেগকে উপলব্ধি করতে পারেন। সমর্থকদের আবগকে যথেষ্ট গুরুত্ব দিই আমরা। তাঁরা চান ক্লাবের নাম যেন পালটানো হয়। সেই কথা মাথায় রেখেই সঞ্জীববাবুকে অনুরোধ করা হয়েছে।”

এদিকে সদ‍্য প্রয়াত প্রাক্তন অলিম্পিয়ান বদ্রু বন্দ্যোপাধ্যায়ের নামে করা হচ্ছে ক্লাবের ভিআইপি গেট। আগামী ৩ সেপ্টেম্বর তাঁর স্মরণসভার আয়োজন করা হবে। সেদিনই উদ্বোধন হবে বদ্রু বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত গেটটি। উদ্বোধন করবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মোহনবাগানের নামের সঙ্গে জড়িয়ে রয়েছেন তিন বিশ্বসেরা ক্রীড়া ব্যক্তিত্ব। তাঁরা হলেন পেলে, মারাদোনা এবং গ্যারফিল্ড সোবার্স। তাঁদের প্রতি সম্মান জানিয়ে ক্লাবের বড় গেটের নাম রাখা হয়েছে। ভিআইপি বক্সের নাম রাখা হচ্ছে ধীরেন দে বক্স। গোষ্ঠ পালের নামে মোহনবাগান ক্লাবের একটি আর্কাইভ তৈরি করা হবে। প্রেস বক্স করা হচ্ছে জার্নেল সিংয়ের নামে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here