আজ ডুরান্ড অভিযান শুরু করছে ইমামি ইস্টবেঙ্গল

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, ২২ অগাস্ট : আজ, সোমবার ডুরান্ড কাপ দিয়ে ফুটবল মরসুম শুরু করছে ইমামি ইস্টবেঙ্গল। আজ সন্ধ‍্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ইমামি ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ইন্ডিয়ান নেভি ফুটবল দল। তবে বড় ধরনের অঘটন না ঘটলে আজকের ম‍্যাচে মাত্র একজন বিদেশিকে নিয়েই সম্ভবত মাঠে নামবে লাল-হলুদ দল।

হোম জার্সি

একজন বিদেশি নিয়েই যে প্রথম ম‍্যাচে দল সাজাচ্ছেন তার ইঙ্গিত দিয়েছেন ইমামি ইস্টবেঙ্গল কোচ কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। তিনি বলেন, “সোমবার ম্যাচের আগে দেড় জন বিদেশি ফুটবলার খেলার মত জায়গায় রয়েছে সকলেই জানে আমাদের কী কী সমস্যার সামনে পড়তে হচ্ছে। দল গড়তে অনেক দেরি হয়েছে। কম্বিনেশন গড়তে কিছুটা সময় তো লাগবেই। আমরা এই সমস্ত ম্যাচে দলকে আরও ভাল করে গড়ে তোলার চেষ্টা করব। আমি ১৪ দিন অনুশীলন করিয়েছি এরপরে আমার দলের ফুটবলাররা যেভাবে উন্নতি করেছে তাতে আমি খুশি।”

অ‍্যাওয়ে জার্সি

এদিকে ম‍্যাচ খেলতে নামার আগের দিন নিজেদের হোম ও অ‍্যাওয়ে ম‍্যাচের জার্সি প্রকাশ করা হয়। ম‍্যাচের জন‍্য অপেক্ষায় লাল-হলুদ সদস‍্য-সমর্থকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here