ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : আজ, শনিবার বিকেলে ডুরান্ড ফাইনাল খেলতে নামার আগে মোহনবাগানের আর এক কঠিন লড়াই। আর এই লড়াই মাঠের বাইরে থেকেই। কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের সুপার সিক্সে মোহনবাগান পৌঁছতে পারবে কিনা তা আজ, কল্যাণীতে ক্যালকাটা কাস্টমস ও কালীঘাট স্পোর্টস লাভার্সের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। যদি কাস্টমস জিতে যায়, তাহলে আজই লিগ থেকে ছিটকে যাবে মোহনবাগান।
এই গ্রুপে ১১ ম্যাচ খেলে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইস্টবেঙ্গল। ১২ ম্যাচ খেলে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভবানীপুর। ইস্টবেঙ্গলের আরও একটি ম্যাচ বাকি আছে। কিন্তু ইস্টবেঙ্গল ও ভবানীপুর সুপার সিক্সে পৌঁছে গিয়েছে। এখন তৃতীয় দল হিসেবে কোন দল সুপার সিক্সে যাবে? এটাই এখন মরা লিগ হঠাৎ জেগে উঠেছে।
১১ ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে কাস্টমস। ১০ ম্যাচ খেলে কালীঘাট স্পোর্টস লাভার্স ও মোহনবাগান ১৬ পয়েন্টে দাঁড়িয়ে। আজ যদি কাস্টমস হারে আর মোহনবাগান দুটি ম্যাচে জিতে যায় তবে মোহনবাগান সুপার সিক্সে পৌঁছে যাবে। অথবা আজ কাস্টমস ড্র করে তাহলে তাদের ২২ পয়েন্ট হবে। আর বাকি দুই ম্যাচে মোহনবাগান জিতলে হবে ২২ পয়েন্ট। সেক্ষেত্রে গোল পার্থক্যে সুপার সিক্সে পৌঁছে যাবে মোহনবাগান। পাশাপাশি কালীঘাট স্পোর্টস লাভার্সেরও সুপার সিক্সে যাওয়ার সুযোগ আছে। বাবুন ব্যানার্জির দল যদি দুটি ম্যাচ (কাস্টমস ও মোহনবাগান) জিতে যায় তাহলে তাহলে তারাই সুপার সিক্সে পৌঁছে যাবে। সব মিলিয়ে এই গ্রুপে সুপার সিক্সে ওঠার লড়াইটা এই তিনটি দলের কাছে ওপেন রয়েছে। যা গড়ের মাঠে প্রবলভাবে চর্চা শুরু হয়েছে।