আকাশকে সেলাম,ক্রোমার হ‍্যাটট্রিক,জিতল পিয়ারলেস

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : কলকাতা লিগে এখন গোলের বন‍্যা চলছে। গতকাল খিদিরপুরকে ৫ গোল দিয়েছিল এরিয়ান ক্লাব। আর আজ,সোমবার ইস্টবেঙ্গল মাঠে টালিগঞ্জ অগ্রগামীকে ৬-২ গোলের ব‍্যবধানে হারাল পিয়ারলেস।

গতবারের চ‍্যাম্পিয়ন টিম পিয়ারলেস এদিন শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। ম‍্যাচের ১৪ মিনিটের মাথায় প্রথম গোল করে পিয়ারলেসকে ১-০ গোলে এগিয়ে দেন পঙ্কজ মৌলা। ২২ মিনিটে গোল করেন বিদেশি ফুটবলার বেত্তাত। ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর শুরু হয় ক্রোমার দাপট। ২৪, ৩৪, ৪৩ মিনিটে পর পর তিনটি গোল করে ম‍্যাচের প্রথমার্ধেই ৫-০ গোলে পিয়ারলেসকে এগিয়ে দেন ক্রোমা।

ক্রোমার গোল করার মুহূর্ত

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে ৬৩, ৮১ মিনিটে গোল করে ব‍্যবধান কমান(৫-২) টালিগঞ্জের ক্রিস্টোফার। পরে ম‍্যাচের ৯০ মিনিটে পিয়ারলেসের শ‍্যাম কুমার গোল করেন।

এদিনের ম‍্যাচে পিয়ারলেসের বড় ব‍্যবধানে জয়, ক্রোমার হ‍্যাটট্রিক বাদ দিলে, মন ছুঁয়ে গেল গড়িয়ার বোড়ালের আকাশ মুখার্জিকে দেখে। পিয়ারলেসের ডিফেন্ডার আকাশের বাবার মৃত‍্যু হয়েছে গতকাল রাতে। ফুটবলের টানে তবু মাঠে নেমে পড়লেন। পিয়ারলেস কর্তারা চাননি এই অবস্থায় আকাশ ম‍্যাচ খেলুন। কিন্তু আকাশ টালিগঞ্জের বিরুদ্ধে ম‍্যাচ খেললেন। ম‍্যাচ খেলতে গিয়ে তাঁর মাথাও ফাটল।

গোল করার পর ক্রোমা

পিয়ারলেস কোচ সুব্রত ভট্টাচার্য (পটলা) ম‍্যাচের শেষে জানান,”আকাশের মনের জোর দেখে আমরা অবাক হয়েছি। আকাশের মুখে শুনেছি, ওর বাবা ফুটবল খুব ভালবাসতেন। ছেলে ফুটবল খেলে প্রতিষ্ঠা পাক সব সময় চাইতেন সদ‍্য প্রয়াত বাবা। তাই বাবার ফুটবল ভালবাসাকে সম্মান জানাতেই আকাশ আজ ম‍্যাচ খেলতে চেয়েছিল। আমরাও ওকে নিষেধ করিনি।” এদিন দলের জয়টা আকাশের বাবাকে উৎসর্গ করেছেন পিয়ারলেসের ফুটবলাররা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here