◆ইউনাটেড স্পোর্টসের দুই গোলদাতা ◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৪ এপ্রিল : হার দিয়ে আই লিগের দ্বিতীয় ডিভিশন অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। আজ, নৈহাটিতে লাজং এফসির কাছে ০-১ গোলে হেরে গেল ইস্টবেঙ্গল। প্রসঙ্গত, এবারের আই লিগের দ্বিতীয় ডিভিশনে রিজার্ভ দল নিয়ে অংশ নিচ্ছে ইস্টবেঙ্গল। ম্যাচে লড়াই করলেও গোলটাই করতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। শেষ পযর্ন্ত এক গোল হজম করে শুরুতে হারতে হল ইস্টবেঙ্গলকে।
অন্যদিকে,একই দিনে কল্যাণীতে আই লিগ অভিযান শুরু করল ইউনাইটেড স্পোর্টস। দীর্ঘ ৮ বছর পর ফের আই লিগে খেলতে নেমেই জয় ছিনিয়ে নিল ইউনাইটেড স্পোর্টস ক্লাব। প্রতিযোগিতার প্রথম ম্যাচে মধ্যপ্রদেশের ডায়মন্ড রক এফসিকে ২-০ গোলে হারাল ইউনাইটেড স্পোর্টস।
ম্যাচের শুরু থেকেই প্রেসিং ফুটবল খেলা শুরু করেন জিতেন মূর্মূরা। শুরুতে দুই দলই বেশ সুযোগ তৈরি করলেও জালে বল জড়াতে ব্যর্থ হয়। প্রথমার্ধের ৪২ মিনিটের মাথায় দীপেশ মূর্মূ গোল করে ইউনাইটেড স্পোর্টসকে ১-০ গোলে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ডায়মন্ড রক এফসি আক্রমণাত্মক ফুটবল খেলে। কিন্তু ইউনাইটেডের রক্ষণ ভেঙে গোল করতে পারেনি। ম্যাচের শেষ মুহূর্তে পরিবর্তিত ফুটবলার অমরেন্দু চক্রবর্তী দূর্দান্ত গোল করে জয় নিশ্চিত করেন। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন অমরেন্দ্র। প্রথম ম্যাচেই তিন পয়েন্ট পেয়ে খুশি ইউনাইটেড স্পোর্টস শিবির। আর্গমী ৯ এপ্রিল নৈহাটিতে আই লিগে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও ইউনাইটেড স্পোর্টস।